Friday, November 7, 2025

কু.খ্যাত ব.ন্দিদের ‘কালাপানি’? ব্রিটিশ জমানা ফিরিয়ে আনছে কেন্দ্র!

Date:

সামলাতে না পেরে এবার ব্রিটিশ জমানার স্মৃতি ফিরয়ে আনছে মোদি সরকার  (Modi Government)! তিহারে বন্দি কুখ্যাত গ্যাংস্টারদের কালাপানি অর্থাৎ আন্দামান-নিকোবরের জেলে পাঠানোর চিন্তাভাবনা করছে কেন্দ্র। ১০-১২ জন দুষ্কৃতীকে আন্দামান ও নিকোবর জেলে স্থানান্তরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry)কাছে চিঠি পাঠিয়েছে NIA। আন্দামান ও নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে সেখানকার জেলে কোনও বন্দিকে পাঠাতে রাজ্যের অনুমতি নিতে হবে না। অভিযোগ, উত্তর ভারতের জেলে বসেই গ্যাং চালাচ্ছে এবং গ্যাং-ওয়ার পরিচালনা করছে বন্দি গ্যাংস্টাররা। সেই কারণেই তাদের স্থানান্তরিত করতে চাইছে NIA।

জেলে থাকা অপরাধীদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই নিয়ে দ্বিতীয় চিঠি লিখেছে NIA। কয়েক মাস আগে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি চিঠি লিখেছিল NIA। লরেন্স বিষ্ণোই-সহ ২৫ কুখ্যাত গ্যাংস্টারকে দক্ষিণ ভারতের মতো অন্যান্য রাজ্যের জেলে স্থানান্তর করার আবেদন করা হয়েছিল। গুন্ডা তিল্লু তাজপুরিয়াকে খুনের পর দিল্লির তিহার জেলও একটি চিঠি লিখে কুখ্যাত গ্যাংস্টারদের দিল্লির জেল থেকে অন্য রাজ্যের জেলে স্থানান্তর করতে বলেছিল NIA।

দিল্লির তিহার জেল প্রশাসন জানিয়েছিল যে, ১৬-এর কম সেল রয়েছে। সেখানে প্রায় সাড়ে ১০ হাজার বন্দি রাখার ব্যবস্থা আছে। অথচ এখন ২০ হাজারের বেশি বন্দি রয়েছে সেখানে। তার মধ্যে কিছু কুখ্যাত বন্দি রয়েছে। এই পরিস্থিতিতে ওই বন্দিদের অন্য রাজ্যের জেলে স্থানান্তর করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে কেন জেলের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা যাচ্ছে না! দিল্লির আইনশৃঙ্খলা তো কেন্দ্রের হাতে। কেন সেখানে নজরদারি করা যাচ্ছে না! এখন ব্রিটিশের মতো কালাপানিতে পাঠিয়ে মুখরক্ষার চেষ্টা করছে কেন্দ্র।

 

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version