Wednesday, August 20, 2025

সামলাতে না পেরে এবার ব্রিটিশ জমানার স্মৃতি ফিরয়ে আনছে মোদি সরকার  (Modi Government)! তিহারে বন্দি কুখ্যাত গ্যাংস্টারদের কালাপানি অর্থাৎ আন্দামান-নিকোবরের জেলে পাঠানোর চিন্তাভাবনা করছে কেন্দ্র। ১০-১২ জন দুষ্কৃতীকে আন্দামান ও নিকোবর জেলে স্থানান্তরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry)কাছে চিঠি পাঠিয়েছে NIA। আন্দামান ও নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে সেখানকার জেলে কোনও বন্দিকে পাঠাতে রাজ্যের অনুমতি নিতে হবে না। অভিযোগ, উত্তর ভারতের জেলে বসেই গ্যাং চালাচ্ছে এবং গ্যাং-ওয়ার পরিচালনা করছে বন্দি গ্যাংস্টাররা। সেই কারণেই তাদের স্থানান্তরিত করতে চাইছে NIA।

জেলে থাকা অপরাধীদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই নিয়ে দ্বিতীয় চিঠি লিখেছে NIA। কয়েক মাস আগে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি চিঠি লিখেছিল NIA। লরেন্স বিষ্ণোই-সহ ২৫ কুখ্যাত গ্যাংস্টারকে দক্ষিণ ভারতের মতো অন্যান্য রাজ্যের জেলে স্থানান্তর করার আবেদন করা হয়েছিল। গুন্ডা তিল্লু তাজপুরিয়াকে খুনের পর দিল্লির তিহার জেলও একটি চিঠি লিখে কুখ্যাত গ্যাংস্টারদের দিল্লির জেল থেকে অন্য রাজ্যের জেলে স্থানান্তর করতে বলেছিল NIA।

দিল্লির তিহার জেল প্রশাসন জানিয়েছিল যে, ১৬-এর কম সেল রয়েছে। সেখানে প্রায় সাড়ে ১০ হাজার বন্দি রাখার ব্যবস্থা আছে। অথচ এখন ২০ হাজারের বেশি বন্দি রয়েছে সেখানে। তার মধ্যে কিছু কুখ্যাত বন্দি রয়েছে। এই পরিস্থিতিতে ওই বন্দিদের অন্য রাজ্যের জেলে স্থানান্তর করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে কেন জেলের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা যাচ্ছে না! দিল্লির আইনশৃঙ্খলা তো কেন্দ্রের হাতে। কেন সেখানে নজরদারি করা যাচ্ছে না! এখন ব্রিটিশের মতো কালাপানিতে পাঠিয়ে মুখরক্ষার চেষ্টা করছে কেন্দ্র।

 

Related articles

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...
Exit mobile version