Wednesday, August 27, 2025

চোটের কারণে বাড়িতে, সোমবার কালীঘাট থেকেই ফোনে বীরভূমের সভায় ভাষণ মমতার

Date:

জলপাইগুড়ি থেকে ফেরার পথে কপ্টার বিভ্রাটে পায়ে ও কোমরে গুরুতর চোট পান তৃণমূল (TMC) সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। তবে, তাতে থেমে থাকছে না পঞ্চায়েত ভোটের প্রচার। সোমবার বীরভূমের (Birbhum) খয়রাশোলে প্রচার সভায় কালীঘাট থেকেই ফোনে (Phone) বক্তব্য রাখবেন তৃণমূল সভানেত্রী। মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বীরভূম পাঠিয়েছেন মমতা।

অনুব্রত-হীন বীরভূমে পঞ্চায়েত ভোট (Panchayat election)। মমতা আগেই জানিয়ে ছিলেন, তিনি নিজেই বীরভূমে নজর রাখবনে। সেই মতো বীরভূমে প্রচার সভা সোমবার, বেলা ২ টোয়। সভায় কালীঘাট থেকেই বক্তব্য রাখবেন তৃণমূল সভানেত্রী।

জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের মুখে পড়ে তৃণমূল সুপ্রিমোর কপ্টার। দিক পরিবর্তন করে সেই চপারের জরুরি অবতরণ করানো হয় এয়ারবেসে। সেখানেই নামতে গিয়ে পা ও কোমরে চোট পান মমতা। কলকাতা পৌঁছে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধরা পড়ে বাঁ হাঁটু ও বাঁদিকের হিপ জয়েন্টে লিগামেন্টে বড় চোট পেয়েছেন মুখ্যমন্ত্রীকে। আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। কিন্তু সামনেই পঞ্চায়েত ভোট। এই অবস্থায় ফোনে বক্তব্য রাখার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সভানেত্রী।

২০২১-এর নির্বাচনেও ভার্চুয়ালি সভা করেছেন মমতা। কোভিডের কারণেই প্রচার সভা বাতিল করে ভার্চুয়াল সভা করেছিলেন তিনি। পঞ্চায়েত ভোটেও সেইভাবেই দলীয় প্রার্থীদের হয়ে আসরে নামছেন তৃণমূল সুপ্রিমো। এর আগে পঞ্চায়েত ভোটে সেভাবে প্রচারে দেখা যায়নি তৃণমূল নেত্রীকে। কিন্তু এবার তিনি নিজেই বলেছেন পঞ্চায়েতে সরাসরি নজর রাখবেন তাঁরা। সেই মতো প্রচারেও ঝড় তুলছেন মমতা।

 

 

Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...
Exit mobile version