Sunday, November 9, 2025

পেট্রো ডলারের হাতছানি উপেক্ষা করে রিয়াল মাদ্রিদেই থাকছেন টনি ক্রুস

Date:

ইউরোপের তারকা ফুটবলারদের দলে টানতে টাকার থলি হাতে আসরে নেমেছেন সৌদি আরবের ক্লাব কর্তারা। পেট্রো ডলারের লোভ সামলাতে না পেরে সৌদি পাড়ি জমিয়েছেন একের পর এক তারকা। কে নেই সেই তালিকায়। রোনাল্ডো থেকে করিম বেনজামারা সৌদি লিগে নাম লিখিয়েছেন। ঠিক একইভাবে সৌদি কর্তারা টাকার প্রলোভন দেখিয়েছিলেন জার্মান মিডফিল্ডার তথা রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুসকেও। কিন্তু সেই প্রলোভনে পা দিলেন না তারকা ফুটবলার। আরও এক বছরের জন্য স্প্যানিশ ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। জানলে অবাক হবেন, ক্রুসের এই সিদ্ধান্তের নেপথ্যে আছেন তাঁর স্ত্রী জেসিকা ফারবার।

বিগত নয় বছর রিয়ালের সঙ্গে যুক্ত ক্রুস। দলের হয়ে চ্যাম্পিয়ান্স লিগ-সহ ২০টি শিরোপা জিতেছেন। গত বছরেও কোচ কার্লোস আনচেলেত্তির দলে নিয়মিত প্রথম একাদশে ছিলেন। ৫২ ম্যাচে ২ গোল করার পাশাপাশি সতীর্থদের ছয়টি গোলের পিছনে বিশেষ অবদান রেখেছিলেন। তাঁর বাড়ানো পাসের ৯৩.৮ শতাংশই নির্ভুল ছিল। ফলে আগামী মরসুমেও  জার্মান মিডফিল্ডারকে দলে ধরে রাখতে চাইছিলেন ক্লাব কর্তারা।

ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করা টনি ক্রুসকে দলে টানতে উদ্যোগী হয়েছিলেন সৌদির ক্লাব কর্তারা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে আরও এক বছর রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জার্মান মিডফিল্ডার। রিয়ালের সঙ্গে ফের চুক্তি বাড়ানো নিয়ে জার্মানির টেলিভিশন চ্যানেলে এক সাক্ষা‍ৎকারে ক্রুস বলেছেন, ‘আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম রিয়ালে থেকে যাব কিনা? জবাবে সে বলেছিল, তোমার যা ভালো মনে হবে তাই করো। তবে শেষ পর্যন্ত আমাকে রিয়ালে থেকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে জেসিকা।’

 

Related articles

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...
Exit mobile version