Thursday, August 28, 2025

বিতর্কের মাঝেই গীতালদহে জখ*ম তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

Date:

পঞ্চায়েত নির্বাচনের পর জেলায় জেলায় অশান্তির ঘটনা ঘটেছে। আর তা খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও বিরোধীদলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।এমনকি বিরোধীদলের নিহত পরিবার এবং জখম কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। কেন নিহত তৃণমূল কর্মীদের বাড়িতে যাচ্ছেন না রাজ্যপাল? তা নিয়ে প্রশ্ন উঠেছিল।এই আবহে রবিবার সকালে জখম গীতালদহের তৃণমূলের অঞ্চল সভাপতিকে দেখতে নার্সিংহোমে পৌঁছলেন রাজ্যপাল।কথাও বলেন তাঁর সঙ্গে।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীতে তৃণমূল কর্মীকে গু.লি করে খু.ন
রাজ্যপালের সফরের মাঝেই উত্তপ্ত হয়েছে কোচবিহারের গীতালদহ।গতকাল রাতে তৃণমূলের গীতালদহের অঞ্চল সভাপতির উপর হামলা চালায় বিজেপি। তাঁকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। জখম অবস্থায় তাঁকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও পরে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে আজ সকাল ১০টা নাগাদ তিনি চিকিৎসাধীন তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে পৌঁছন।

দিন কয়েক আগে গীতালদহে বাবু হক নামে এক তৃণমূল কর্মী খুন হন। রাতেই তাঁর পরিবারকে ফোন করেন রাজ্যপাল। পরিবার সম্পর্কে খোঁজখবর নিয়ে উপযুক্ত সাহায্যের আশ্বাস দেন বোস। জানান, রাজভবন থেকে তাঁদের আবার ফোন করা হবে। এরমাঝেই ফের উত্তপ্ত হয় গীতালদহ। ওই অঞ্চলের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মাহফুজার রহমানকে বেঁধে রেখে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপিআশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাঁকে রাতে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। খবর পেয়ে রাজ্য নির্বাচন কমিশনার ও জেলা পুলিশ সুপারকে ফোন করেন রাজ্য়পাল। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও শান্তিতে ভোট করানোর বার্তা দেন তিনি। এরপর রবিবার সকালে সশরীরে হাসপাতালে হাজির হয়েছেন রাজ্যপাল। আক্রান্ত তৃণমূল নেতার সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন।

যদিও রাজ্যপাল জখম তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে যাওয়ার ঘটনাকে ‘লাক দেখানো’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা উদয়ন গুহ। তাঁর অভিযোগ কর্মীদের সঙ্গে দেখা করলেও দোষীদের গ্রেফতারির একবারও জানাননি রাজ্যপাল।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version