Wednesday, November 5, 2025

বিতর্কের মাঝেই গীতালদহে জখ*ম তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

Date:

পঞ্চায়েত নির্বাচনের পর জেলায় জেলায় অশান্তির ঘটনা ঘটেছে। আর তা খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও বিরোধীদলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।এমনকি বিরোধীদলের নিহত পরিবার এবং জখম কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। কেন নিহত তৃণমূল কর্মীদের বাড়িতে যাচ্ছেন না রাজ্যপাল? তা নিয়ে প্রশ্ন উঠেছিল।এই আবহে রবিবার সকালে জখম গীতালদহের তৃণমূলের অঞ্চল সভাপতিকে দেখতে নার্সিংহোমে পৌঁছলেন রাজ্যপাল।কথাও বলেন তাঁর সঙ্গে।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীতে তৃণমূল কর্মীকে গু.লি করে খু.ন
রাজ্যপালের সফরের মাঝেই উত্তপ্ত হয়েছে কোচবিহারের গীতালদহ।গতকাল রাতে তৃণমূলের গীতালদহের অঞ্চল সভাপতির উপর হামলা চালায় বিজেপি। তাঁকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। জখম অবস্থায় তাঁকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও পরে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে আজ সকাল ১০টা নাগাদ তিনি চিকিৎসাধীন তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে পৌঁছন।

দিন কয়েক আগে গীতালদহে বাবু হক নামে এক তৃণমূল কর্মী খুন হন। রাতেই তাঁর পরিবারকে ফোন করেন রাজ্যপাল। পরিবার সম্পর্কে খোঁজখবর নিয়ে উপযুক্ত সাহায্যের আশ্বাস দেন বোস। জানান, রাজভবন থেকে তাঁদের আবার ফোন করা হবে। এরমাঝেই ফের উত্তপ্ত হয় গীতালদহ। ওই অঞ্চলের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মাহফুজার রহমানকে বেঁধে রেখে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপিআশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাঁকে রাতে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। খবর পেয়ে রাজ্য নির্বাচন কমিশনার ও জেলা পুলিশ সুপারকে ফোন করেন রাজ্য়পাল। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও শান্তিতে ভোট করানোর বার্তা দেন তিনি। এরপর রবিবার সকালে সশরীরে হাসপাতালে হাজির হয়েছেন রাজ্যপাল। আক্রান্ত তৃণমূল নেতার সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন।

যদিও রাজ্যপাল জখম তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে যাওয়ার ঘটনাকে ‘লাক দেখানো’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা উদয়ন গুহ। তাঁর অভিযোগ কর্মীদের সঙ্গে দেখা করলেও দোষীদের গ্রেফতারির একবারও জানাননি রাজ্যপাল।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version