Thursday, August 28, 2025

অনুব্রতহীন বীরভূমে আজ ভার্চুয়ালি মমতা, বক্তব্য রাখতে পারেন ফোনেও

Date:

গত ২৭ জুন উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার শেষ করে ফেরার সময় প্রবল প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। জরুরি অবতরণের সময় তড়িঘড়ি নামতে গিয়ে ফের বাঁ-পায়ে গুরুতর চোট পান ।মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরেই সরাসরি এসএসকেএম হাসপাতালে যান তিনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। ফলে পঞ্চায়েত ভোটের প্রচারে আর বেরতে পারেননি তিনি। যেহেতু পঞ্চায়েত নির্বাচনে দলের প্রচার পর্ব পুরোমাত্রায় চলছে, ফলে বাড়িতে থেকেই সবদিক খোঁজখবর রাখতে হচ্ছে তাঁকে।

আরও পড়ুন:কয়েকশো কোটি টাকার দু.র্নীতিতে অভিযুক্ত অজিত উপমুখ্যমন্ত্রী! কোথায় মুখ লুকোবেন মোদি?

এবার বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেই হবে পঞ্চায়েত ভোট। কিন্তু দলের দক্ষ সংগঠকের অভাব কোনওভাবেই বুঝতে দিতে চান না নেত্রী। তাই অনেক আগে থেকেই বীরভূমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভাঙা পা নিয়েও প্রচারে খামতি রাখছেন না তিনি।

একুশের বিধানসভা নির্বাচনের আগে ঠিক এভাবেই চোট পেয়েছিলেন তিনি। বাঁ-পা ভেঙে গিয়েছিল। তা সত্ত্বেও ভাঙা পা নিয়েই একের পর এক জনসভা ও রোড-শো করেছইলেন তৃণমূল নেত্রী। এবারও পঞ্চায়েত ভোটের প্রচারে ঝড় তুলেছিলেন, কিন্তু বাধসাধল সেই চোট। তাই শারীরিকভাবে সুস্থ থাকলে আজ, সোমবার ভার্চুয়াল মাধ্যমে অথবা টেলিফোন মারফত বীরভূমে পঞ্চায়েত ভোটের প্রচার করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতা থেকে বক্তব্য রাখতে পারেন তিনি।

বীরভূমের দুবরাজপুরে সারদা ফুটবল ময়দানে মঞ্চ বেঁধে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। তার মাধ্যমেই তৃণমূল নেত্রীর বক্তব্য সম্প্রচার করা হবে। দুবরাজপুরে মন্ত্রী ফিরহাদ হাকিমের থাকার কথা। ভার্চুয়াল মাধ্যমে সভা করা না গেলে, তৃণমূল নেত্রী টেলিফোন মারফত বক্তব্য রাখতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version