Sunday, May 4, 2025

আপাতত স্বস্তিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। মঙ্গলবার, ঝাড়খণ্ড হাই কোর্টের (Jharkhand High Court) শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটকের একটি সভায় ‘মোদি’ পদবির অবমাননা করার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। ঝাড়খণ্ড হাইকোর্টে মামলা হয়। আপাতত সেই মামলায় স্বস্তি প্রাক্তন কংগ্রেস সাংসদের। ১৬ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।

এদিন ঝাড়খণ্ড আদালত জানিয়েছে, ”রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না।” আগামী শুনানি পর্যন্ত স্বস্তিতে রাহুল। তবে, মোদি পদবি নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্যের জেরে দেশের একাধিক আদালতে মামলা দায়ের হয়েছে। খারিজ হয়েছে তাঁর সাংসদ পদ।

ঝাড়খণ্ড হাই কোর্টে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাঁচির আইনজীবী প্রদীপ মোদি। ২০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন তিনি। অভিযোগ, প্রত্যেক মোদি পদবি থাকা মানুষকেই এই মন্তব্যে অপমান করা হয়েছে। পাল্টা রাহুল গান্ধীর আবেদন ছিল, সশরীরে তাঁকে হাজিরা দিতে যেন না হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় এমপি-এমএলএ আদালত। তবে ঝাড়খণ্ড আদালতের রায়ে স্বস্তি রাহুলের।

 

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version