Friday, January 9, 2026

প্রয়াত রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা. সুব্রত গোস্বামী

Date:

Share post:

প্রয়াত রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা. সুব্রত গোস্বামী। শিয়ালদা ইএসএআই হাসপাতালে পেন ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। চিকিৎসাক্ষেত্রে অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছেন এই স্বনামধন্য চিকিৎসক। শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ভারতবর্ষে ব্যথা চিকিৎসার অন্যতম পুরোধা বুধবার সকালে প্রয়াত হন। দীর্ঘদিন মোটর নিউরন ডিজিজ-এ ভুগছিলেন তিনি। দীর্ঘদিন চিকিৎসা চলার পর বুধবার সকালে তিনি পরলোক গমন করেন।

উল্লেখ্য, ব্যাথার চিকিৎসা ও প্রশিক্ষণে ধারাবাহিক অবদান ছিল তাঁর। গত নভেম্বর মাসে বিশ্বমঞ্চে পুরস্কৃত হন শিয়ালদা ইএসএআই হাসপাতালের উপ-অধিকর্তা সুব্রত গোস্বামী। কোমর ও পায়ের অসহ্য যন্ত্রণা উপশমের গাইডলাইন তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি পান তিনি।

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডিজ অফ পেন’  থেকে পুরস্কৃত হয়েছিলেন তিনি। মূলত, পেন ম্যানেজমেন্টের পরিষেবা ও প্রশিক্ষণের ক্ষেত্রে উন্নতির জন্যে পুরস্কৃত হয়েছেন তিনি।শরীরে ঘাড়, পীঠ, কোমরে ব্যথা রয়েছে এরকম রোগীর সংখ্যা যতদিন যাচ্ছে বেড়ে চলেছে। এটি কোনও উপসর্গ নয়, এটিকে রোগ হিসাবে নির্ণয় করে এর উপশমের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থার শুরু হয়েছিল ডা. সুব্রত গোস্বামীর হাত ধরে। অসহ্য যন্ত্রণা উপশমের গাইডলাইন তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন এই বঙ্গসন্তান।

২০১৩ সালে ডা. সুব্রত গোস্বামীর তত্ত্বাবধানেই শিয়ালদা ইএসআই হাসপাতালে গড়ে তোলা হয় ইনস্টিটিউট অব পেন ম্যানেজমেন্ট। সেই সময় এই বিভাগের চিকিৎসক সংখ্যাও ছিল অনেক কম। বিষয়টি নিয়ে অনভিজ্ঞ চিকিৎসকদের নিজের হাতে প্রশিক্ষণ দেন তিনি।তাঁর প্রয়াণে চিকিৎসকমহলে শোকের ছায়া।

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...