Tuesday, November 4, 2025

সুপ্রিম কোর্টে ফের পিছলো প্রাথমিক নিয়োগ সংক্রান্ত শুনানির মামলা

Date:

ফের সুপ্রিম কোর্টে (Supreme Court of India) পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ (Primary Recruitment) সংক্রান্ত শুনানির মামলা। জানা গিয়েছে, বুধবার প্রাথমিকে ৩৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়ে মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে। কিন্তু এদিনও সেই মামলার শুনানি হয়নি। এদিন বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ১২ জুলাই হবে এই মামলার পরবর্তী শুনানি হবে। বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানায়, আগামী ১২ জুলাই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি হবে।

জানা গিয়েছে, ৩৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় ওই সব শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। সেই নির্দেশে মান্যতা দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। গত ২০ মে শীর্ষ আদালত স্থগিতাদেশ দেওয়ার পর ফের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরি প্রার্থী। এরপর ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষার্থীদের একাংশ নিয়োগের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল এদিন।

২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২০ সালের ১৬ হাজার ৫০০ পদে নিয়োগের কথা জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। কিন্তু সব পদে নিয়োগ হয়নি বলে অভিযোগ ওঠে। এরপরই আরটিআই (RTI) করা হলে জানা যায়, সেইসময় ৩৯২৯ পদে নিয়োগ হয়নি।

 

 

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version