Thursday, August 28, 2025

দীর্ঘদিন ধরে বাংলার এক লক্ষ কোটিরও বেশি টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। বঙ্গে শতাধিক প্রতিনিধিদল পাঠানোর পরও দুর্নীতির টিকি খুঁজে পাওয়া যায়নি। তা সত্ত্বেও এভাবে টাকা আটকে রাখায় সরাসরি বিজেপির(BJP) বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানালেন , নির্বাচনে হেরে বাংলায় প্রতিহিংসার রাজনীতি চালানো হচ্ছে বিজেপি সরকারের তরফে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এত ইডি, সিবিআই করছে, চাইলে ১০০দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলা করুক। ভুয়ো জব কার্ড হোল্ডার সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশে। জুন পর্যন্ত রাজ্যে ১৮৬টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। তবে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। ১০০দিনের কাজের সাড়ে ৭ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছে। কেন বাকি ২ কোটি মানুষের টাকা এভাবে আটকে দেওয়া হবে। আমরা চাই বিচার হোক।” একই সঙ্গে তিনি জানান, “তর্কের খাতিরে যদি কয়েকজন মানুষ ভুল করে থাকে, তবে তার জন্য কেন ২ কোটি মানুষকে ভুগতে হবে। এটা কি ধরনের বিচার? ৩ বছর আগে আমফানের টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার। কেউ বলতে পারবে, বিজেপিকে ভোট দিয়েছি বলে লক্ষ্মীর ভাণ্ডার পাইনি? একজন ধর্মের নামে ভোট চেয়েছে, আরেকদল আপনার পাশে থেকেছে। যারা বাংলার টাকা আটকে রেখেছে, তাদের উচিত জবাব দিতে হবে। অনেক সৌজন্যের রাজনীতি হয়েছে, এবার দিল্লি থেকে ছিনিয়ে আনব।”

শুধু তাই নয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি বঙ্গ বিজেপিকে নিশানায় নিয়ে অভিষেক বলেন, “চোখে দেখে ভোট দিন, বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি আটকে রেখেছে দিল্লি। কত টাকা পাঠিয়েছে কেন্দ্র? দিলীপ-শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, কেন্দ্র কমিশনকে কাজে লাগায়, রাজ্য কখনও কমিশনের কাজে হস্তক্ষেপ করে না। বকেয়া টাকা দিচ্ছে না, তাও বিজেপি নেতারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার করবেন।”

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version