ভোটের দিন কেমন থাকবে গ্রাম বাংলার আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস

উত্তরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি বহাল থাকবে। আগামিকাল শুক্রবারের পর বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে

আষাঢ় মাসের ভরা বর্ষায় এবার হচ্ছে গ্রাম বাংলার ভোট। খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন, পঞ্চায়েত ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে? ঝড়-বৃষ্টির সম্ভাবনা কেমন? বৃষ্টি হলেও, তা কি মুষলধারে? গণনার দিনই বা আবহাওয়া কেমন থাকবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল হাওয়া অফিস।

আরও পড়ুনঃতৃণমূলের প্রচারে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন “মা লক্ষ্মী”!

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। গণনার দিন অর্থাৎ ১১ জুলাই, মঙ্গলবার উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের নিচের দিকের জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভোটের ও গণনার দিন।

দক্ষিণবঙ্গে ভোটের দিন শনিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ওইদিন আর্দ্রতা জনিত ভ্যাপসা গরম থাকবে। তাতে বাড়তে পারে অস্বস্তি। আংশিক মেঘলা দিন। গণনার দিন দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি দক্ষিণবঙ্গে অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি বহাল থাকবে। আগামিকাল শুক্রবারের পর বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে।