Wednesday, August 27, 2025

পঞ্চায়েত ভোটের দিন অতিসক্রিয়তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose)। শনিবার, সকালে রাস্তায় বেরিয়ে পড়েন আনন্দ বোস। প্রথমে তিনি যান উত্তর চব্বিশ পরগনার (North 24 Parganas) কদম্বগাছিতে। সেখান থেকে নদিয়া (Nadia), বসিরহাট যাওয়ার কথা রাজ্যপালের।

মনোনয়ন জমার পর থেকেই বিভিন্ন জায়গায় ঘুরছেন রাজ্যপাল। এই নিয়ে শাসকদলের প্রবল সমালোচনার মুখে পড়তে হয় আনন্দ বোসকে। বিরোধীদের হয়ে ভোট প্রচারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকী, রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন TMC নেতৃত্ব। এই পরিস্থিতি ভোটের দিনেও সকালে রাস্তায় বেরিয়ে পড়েন সিভি আনন্দ বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘‘ভোটে ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়।‘‘

এর পরেই রাজ্যপালের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তোলে শাসকদল। তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) বলেন, ‘‘রাজ্যপাল প্রথম দিন থেকেই প্ররোচনা দিচ্ছেন। রাজ্যপাল একজন খাঁচায় বন্দি তোতা। আসলে তিনি একটা দলের কথায় চলছেন। সরকারকে নিষ্ক্রিয় করতে চাইছেন। আমরা তো সব নির্দেশ মানছি। দলকে বলব কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে।’’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তীব্র আক্রমণ করে বলেন, উনি বিজেপির এজেন্ট। তাদের হয়ে দালালি করছেন। তবে, আনন্দ বোস এও বলেন, ’’আজ কাউকে দোষারোপ করার দিন নয়। আজ ভোট দেওয়ার মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার অনুশীলন করার দিন।’’

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version