Saturday, November 8, 2025

বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকেই চাইছেন মহারাজ

Date:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফেবারিট হলেও, চাপে রোহিত শর্মার দল। কারণ দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই ভারতীয় দলের কাছে। ট্রফির খরা চলছেই। তবে এই খরা নাকি কাটতে পারে এবার। এমনটাই মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে মহারাজ বলেন, রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের জুটি ভারতের আইসিসি খেতাবের খরা মেটাতে পারবে।

এই নিয়ে সৌরভ বলেন,” চাপ সব সময়ই থাকবে। যখন ওরা আগে খেলেছে, তখনও চাপ ছিল। গত বিশ্বকাপে রোহিত শর্মার পাঁচটি শতরান ছিল। আর এবার ও অধিনায়ক, ওর ওপর এখনও চাপ রয়েছে। আশা করছি, ও ভারতের হয়ে বিশ্বকাপেও একই কাজ করে দেখাবে। রাহুল দ্রাবিড়ের খেলার দিনে, পারফর্ম করার চাপ ছিল, আর এখন ও যখন হেড কোচ, ওর কাছে চাপ রয়েছে কাজটা করার। চাপটা সমস্যা নয়। আমি নিশ্চিত ওরা কোনও না কোনও উপায় খুঁজে পাবে সাফল্য পেতে।”

এদিকে আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে তিনি ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে বেছেছেন। তবে পাকিস্তানকেও সুযোগ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মহারাজের মতে পাকিস্তান সেমিফাইনালে উঠলে তাহলে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ হোক, সেটাই চাইছেন মহারাজ। এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি চাই ভারত-পাকিস্তান সেমিফাইনাল হোক। তা হলে ইডেনে খেলা হবে।”

আরও পড়ুন:কবে ইন্টার মিয়ামির হয়ে আত্মপ্রকাশ মেসির? এল বড় আপডেট

 

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version