নিজের জন্মদিন অন‍্যভাবে পালন মাহির, মন কেড়েছে নেটিজেনদের

জন্মদিন কীভাবে পালন করলেন ক‍্যাপ্টেন কুল? সেই নিয়ে কৌতূহল জাগে তাঁর অনুরাগীদের। অবশেষে সব কৌতূহলের প্রশ্নের নিজেই দিলেন মাহি।

গতকালই জন্মদিন গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ৪২-এ পা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শুভেচ্ছার জোয়ারে ভেসে যান সিএসকে অধিনায়ক। নিজের জন্মদিন কীভাবে পালন করলেন ক‍্যাপ্টেন কুল? সেই নিয়ে কৌতূহল জাগে তাঁর অনুরাগীদের। অবশেষে সব কৌতূহলের প্রশ্নের নিজেই দিলেন মাহি। নিজের ৪২ তম জন্মদিন নিজের পোষ‍্যদের সঙ্গে নিয়ে কাটান মাহি। সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়াতেও দেন ধোনি। যা ইতিমধ্যে ভাইরাল।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মাহি, যেখানে দেখা যাচ্ছে, নিজের পোষ্য কুকুরদের মাঝে জন্মদিনের কেক কাটছেন ক‍্যাপ্টেন কুল। ক‍্যাপশনে লেখা, “সবাইকে অনেক ধন‍্যবাদ আমাকে এত সুন্দর শুভেচ্ছা জানানোর জন‍্য। একটি ছোট্ট মুহূর্ত আমার জন্মদিনের।” আর এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

বর্তমানে শুধু আইপিএলই খেলেন ধোনি। বাকি সময়ে লাইমলাইটের অন্তরালে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। আইপিএল ২০২৩ চ‍্যাম্পিয়ন হওয়ার পর অস্ত্রোপচার হয় ধোনির। এরপর তিনি জানান, ২০২৪ আইপিএলেও খেলবেন।