Saturday, May 3, 2025

শর.ণার্থী ইস্যুতে শরিক দলগুলির মতানৈক্য! নেদারল্যান্ডস সরকারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

Date:

শরিক দলগুলির মতবিরোধের জের। অবশেষে ভেঙে গেল নেদারল্যান্ডস সরকার (Netherland Government)। জানা গিয়েছে, শরণার্থী সমস্যার (Migration Crisis) মোকাবিলা করতে বৈঠকের ডাক দিয়েছিল সরকার। কিন্তু শুক্রবার বৈঠকের পরই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট (Mark Root) সাফ জানিয়ে দেন, শরিক দলের মধ্যে মতবিরোধ মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। আর সেকারণে বর্তমানে সরকার টিকিয়ে রাখা খুবই অসম্ভব। খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলেই জানিয়েছেন তিনি।

এদিকে চলতি বছরের নভেম্বর মাসেই নেদারল্যান্ডসে নির্বাচন (Election) হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সরকার ভেঙে যাওয়ার ঘটনায় বাড়ছে উদ্বেগ। তবে সবচেয়ে বেশিদিন ধরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন মার্ক রুট। কিন্তু সাম্প্রতিককালে শরণার্থী সমস্যা সেদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। রুটের সিদ্ধান্ত ছিল, শরণার্থীদের তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যাবে না। গত বছরই নেদারল্যান্ডসের শরণার্থী শিবিরের মাত্রাতিরিক্ত ভিড় নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছিল। সে কারণেই শরণার্থীদের দেশে ঢোকা নিয়ে কড়াকড়ি বাড়ানোর পক্ষে সওয়াল করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।

২০২২ সালের জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন রুট। তবে আচমকাই সরকার পড়ে যাওয়ার কারণে আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশের দায়িত্বভার থাকবে। পাশাপাশি নভেম্বরের আগে কোনওমতেই নির্বাচন করানো সম্ভব নয় বলেই সাফ জানিয়েছে সেদেশের নির্বাচন কমিশন।

 

 

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version