Friday, August 22, 2025

শনিবার রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সকাল থেকেই ভোট উৎসবে সামিল রাজ্যবাসী। তবে নির্বাচন পর্ব যত এগিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির চেষ্টা বিরোধীদের। নির্বাচনে হার নিশ্চিত জেনেই সকাল থেকে গায়ের জোরে একাধিক বুথে গণ্ডগোলের চেষ্টা বিরোধী দলগুলির। কোথাও বিজেপি (BJP), কোথাও বাম-কংগ্রেস-আইএসএফ রামধনু জোট রাজ্যকে অশান্তির চেষ্টায় ব্যস্ত। তবে নির্বাচনে ব্যালট বক্সই (Ballot Box) শেষ কথা। আর সেই ব্যালট বক্সকে কেন্দ্র করেই সকাল থেকে অশান্ত রাজ্যের একাধিক জায়গা। এদিন সকাল থেকে সেই ব্যালটেই নজর সবপক্ষের। সময় গড়াতেই দেখা যাচ্ছে রাগে কোথাও ব্যালট বক্স ভাঙা হয়েছে, অন্যদিকে তা তুলে নিয়ে গিয়ে সোজা জলে ফেলে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। পাশাপাশি একাধিক জায়গায় ব্যালট ছিনতাই, ড্রেনে ফেলে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। আর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক প্রান্তে। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে অভিযোগও জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

তবে এদিন কোচবিহারের (Coochbihar) মাথাভাঙার (Mathabhanga) একটি ভিডিয়ো সামনে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক গ্রামের রাস্তা ধরে ব্যালট বাক্স নিয়ে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। এছাড়াও, নাটাবাড়িতে স্কুল মাঠে ব্যালট পড়ে থাকায় বন্ধ হয়ে গিয়েছে ভোটাভুটি, নতুন করে নির্বাচনের দাবিতে সরব স্থানীয়রা। এখানেই শেষ নয়, এদিন দিনহাটায় ব্যালট বক্সে জল ঢালল দুষ্কৃতীরা। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। এদিন সকালে ময়ুরেশ্বরের পুকুরে ব্যালট বক্স ছিনতাই করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরে পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরামবাগের ধামসা হাইস্কুলে পুকুরে ব্যালট ভাসার ছবিও এদিন সামনে এসেছে। জ্যাংড়ায় একটি বুথে নর্দমায় ব্যালট ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে।

তবে সময় যত এগোচ্ছে নির্বাচনে হার নিশ্চিত জেনেই অশান্তির চেষ্টা করে ভোট পণ্ড করার চেষ্টা বিরোধীদের। তৃণমূলের অভিযোগ, সব বুথে প্রার্থী দিতে না পেরে গণ্ডগোলের চেষ্টা বিরোধীদের। কোথাও অস্ত্র নিয়ে দাপাদাপি, কোথাও বুথে ঢুকে ব্যালটে জল ঢেলে নির্বাচন পণ্ড করে দেওয়ার অভিযোগ, আবার কোথাও জোর করে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভের অভিযোগ রামধনু জোটের বিরুদ্ধে।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version