Sunday, November 16, 2025

মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বলা হয়েছে শিণ্ডেকে, দাবি আদিত্য ঠাকরের

Date:

অজিত পাওয়ার এনডিএতে(NDA) যোগ দেওয়ার পর মহারাষ্ট্রের রাজনীতির অংক ওলট পালট হয়ে গিয়েছে। এবার উদ্ধব শিবিরের তরফে দাবি করা হলো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বলা হয়েছে একনাথ শিণ্ডেকে (Eknath Shinde)।

উদ্ধব ঠাকুরের পুত্র আদিত্য ঠাকুরের দাবি ঠাকরের দাবি, “আমি শুনেছি মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ইস্তফা দিতে বলা হয়েছে। সরকারে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। মহারাষ্ট্রে অত্যন্ত নিম্ন স্তরের রাজনীতি হচ্ছে। এক বছর আগে ক্ষমতার লোভে যাঁরা মন্ত্রিত্ব ছেড়েছিলেন সেই বিশ্বাসঘাতকদের এবার কী হবে? মুখ্যমন্ত্রীর আসন টলমল। আমার কাছে যা খবর, তা বলছে একনাথ শিণ্ডেকে গদি ছাড়তে হবে।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন অজিত পওয়ার। এরপর থেকেই শিণ্ডের ইস্তফার গুঞ্জন শোনা যাচ্ছে। বিরোধীদের একাংশ দাবি করেছিলেন, শিণ্ডেকে সরিয়ে অজিত পওয়ারকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছে শিব সেনার (Shiv Sena) শিণ্ডে শিবির। কিন্তু ফের এই গুঞ্জন শোনা গেল উদ্ধব শিবিরের তরফে। এমনও শোনা গিয়েছে, বিজেপি বিধায়করাও খুশি নন অজিতের এনডিএ সরকারে যোগ দেওয়ার ঘটনায়। আর এই দাবি করেছেন খোদ দেবেন্দ্র ফড়নবিশ। সব মিলিয়ে মহারাষ্ট্রে আগামিদিনেও আরও ‘নাটক’ অপেক্ষা করে রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও পড়ুন- পর্যাপ্ত বাহিনী পাঠায়নি শাহের মন্ত্রক, অশান্তির ঘটনায় কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল

 

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...
Exit mobile version