Friday, July 4, 2025

পঞ্চায়েতের আবহে শুরু রাজ্যসভার প্রস্তুতি! রবিবারই বিধায়কদের বিধানসভায় তলব তৃণমূলের

Date:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আবহে এবার রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha) প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস (TMC)। পঞ্চায়েত ভোটের পরদিন অর্থাৎ ৯ জুলাই রবিবার তৃণমূল কংগ্রেসের সব বিধায়কদের (MLA) বিধানসভায় (Assembly) তলব করা হয়েছে। কারণ আগামী ১৮ অগাস্ট পশ্চিমবঙ্গের ৬টি আসনে রাজ্যসভার নির্বাচন। আগামী ১২ জুলাই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন শাসকদলের প্রার্থীরা।

আগামিকাল, রবিবারই তৃণমূল পরিষদীয় দলের তরফে সকল বিধায়ককেই উপস্থিত থাকার কথা বলা হয়েছে। কিন্তু ১২ জুলাই মনোনয়ন জমা দিতে বলা হলেও কেন আগামিকাল সব তৃণমূল বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে? জানানো হয়েছে, রাজ্যসভা প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করতে হবে এই কারণে। আগামিকাল বিধানসভায় থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। কিন্তু শনিবার পঞ্চায়েত ভোট হওয়ার জন্য রবিবার হয়তো সব বিধায়ক কলকাতায় পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে যাঁরা ৯ জুলাই বিধানসভায় যেতে পারবেন না, তাঁদের ১২ জুলাই সকালে যেতে বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনের আবারও মনোনয়ন নিশ্চিত। তবে শান্তা ছেত্রী-সুস্মিতা দেব থাকবেন কিনা পরে জানা যাবে।

১৮ অগাস্ট গোয়ার লুইজিনহো ফেলেরিওর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনও হওয়ার কথা। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। ৯ জুলাই প্রার্থী চূড়ান্ত হতে পারে। জানা যাচ্ছে বিজেপি মনোনয়নপত্র জমা দেবে ১০ অথবা ১১জুলাই। ৭টি আসনের মধ্যে বিজেপির নিশ্চিত আসন হল একটি।

 

 

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version