Wednesday, November 5, 2025

পঞ্চায়েতের আবহে শুরু রাজ্যসভার প্রস্তুতি! রবিবারই বিধায়কদের বিধানসভায় তলব তৃণমূলের

Date:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আবহে এবার রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha) প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস (TMC)। পঞ্চায়েত ভোটের পরদিন অর্থাৎ ৯ জুলাই রবিবার তৃণমূল কংগ্রেসের সব বিধায়কদের (MLA) বিধানসভায় (Assembly) তলব করা হয়েছে। কারণ আগামী ১৮ অগাস্ট পশ্চিমবঙ্গের ৬টি আসনে রাজ্যসভার নির্বাচন। আগামী ১২ জুলাই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন শাসকদলের প্রার্থীরা।

আগামিকাল, রবিবারই তৃণমূল পরিষদীয় দলের তরফে সকল বিধায়ককেই উপস্থিত থাকার কথা বলা হয়েছে। কিন্তু ১২ জুলাই মনোনয়ন জমা দিতে বলা হলেও কেন আগামিকাল সব তৃণমূল বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে? জানানো হয়েছে, রাজ্যসভা প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করতে হবে এই কারণে। আগামিকাল বিধানসভায় থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। কিন্তু শনিবার পঞ্চায়েত ভোট হওয়ার জন্য রবিবার হয়তো সব বিধায়ক কলকাতায় পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে যাঁরা ৯ জুলাই বিধানসভায় যেতে পারবেন না, তাঁদের ১২ জুলাই সকালে যেতে বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনের আবারও মনোনয়ন নিশ্চিত। তবে শান্তা ছেত্রী-সুস্মিতা দেব থাকবেন কিনা পরে জানা যাবে।

১৮ অগাস্ট গোয়ার লুইজিনহো ফেলেরিওর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনও হওয়ার কথা। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। ৯ জুলাই প্রার্থী চূড়ান্ত হতে পারে। জানা যাচ্ছে বিজেপি মনোনয়নপত্র জমা দেবে ১০ অথবা ১১জুলাই। ৭টি আসনের মধ্যে বিজেপির নিশ্চিত আসন হল একটি।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version