Thursday, August 28, 2025

“তাজা হাওয়া খেতে” দিল্লি যাচ্ছেন আনন্দ বোস! শাহী-সাক্ষাতের সম্ভাবনা

Date:

উপর থেকে নির্দেশেই না কি রাজ্যের পঞ্চায়েত ভোটে অতিসক্রিয় রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)! ভোটগ্রহণ শেষ হতেই রাজধানী অভিমুখে যাত্রা করলেন তিনি। রবিবার, সন্ধেয় বিমানে দিল্লি (Delhi) রওনা দিয়েছেন আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের রিপোর্ট দিতেই কী রাজ্যপালের এই সফর? উত্তরে রাজ্যপাল বললেন, “তাজা হাওয়া খেতেই দিল্লি যাচ্ছি।“ পঞ্চায়েত ভোট গ্রহণের পরে শনিবার তিনি বলেন, একজন রাজ্যপাল হিসেবে কর্তব্য করবেন তিনি। এবার সেই ‘কর্তব্য’ পালনেই দিল্লি দরবারে হাজির হচ্ছেন আনন্দ বোস!

এদিন সন্ধেয় বিশেষ বিমানে দিল্লি যাত্রা করেছেন রাজ্যপাল। বিমান বন্দরে সাংবাদিকরা তাঁর দিল্লি যাত্রার বিষয়ে তিনি বলেন, “I am Going for a fresh air.” দিল্লির বায়ু দূষণ জগৎ বিখ্যাত। সেখানে কলকাতা ছেড়ে কোন হাওয়া নিজের পালে লাগাতে রাজধানীর পথে আনন্দ বোস! সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করতে পারেন আনন্দ বোস। শনিবার, ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন জেলায় পরিদর্শন করেন তিনি। মন্তব্য করেন, ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়। রাজ্যে পঞ্চায়েত ভোটে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নিয়েও ক্রমাগত রাজ্য প্রশাসন ও রাজ্য কমিশনকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ‘দালালি’ করার অভিযোগ তোলে শাসকদল। এই পরিস্থিতিতে অমিত শাহকে রাজ্যপাল কী রিপোর্ট দিতে গেলেন, সেটাই দেখার।

এর আগে রাজ্যে কিছু হলেই দিল্লি ছুটতেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার পুরস্কারও পেয়েছেন তিনি। বাংলা থেকে সোজা বসেছেন উপরাষ্ট্রপতির আসনে। সেই আসনে উৎসাহিত আনন্দ বোসও শাহী দরবারে ধর্না দিতে চলেছেন বলে চর্চা রাজনৈতিক মহল।

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version