কানাডা ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। পুরুষদের সিঙ্গলস ইভেন্টের সেমিফাইনালে জাপানের কেন্টা নিশিমোটোকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেন লক্ষ্য। লক্ষ্য ফাইনালে পৌঁছালেও ব্যর্থ হলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। সেমিফাইনালে ইয়ামাগুচির কাছে হারেন তিনি।
এদিন মহিলাদের সিঙ্গেলসের সেমিফাইনালে পিভি সিন্ধুর সামনে ছিলেন জাপানের ইয়ামাগুচি। ইয়ামাগুচির কাছে স্ট্রেট গেমে হারেন সিন্ধু। ম্যাচের ফলাফল ১৪-২১, ১৫-২১। সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডেই ইয়ামাগুচির কাছে হেরেছিলেন সিন্ধু। কানাডা ওপেনে সুযোগ ছিল তার বদলা নেওয়ার। কিন্তু তা পারলেন না সিন্ধু।
এদিকে এদিন সেমিফাইনালে নিশিমোটোকে হারিয়ে ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। ম্যাচের ফলাফল ২১-১৭, ২১-১৪ । ম্যাচে এদিন শুরুটা হয় ভালোই। একবার এগিয়ে যাওয়ার পরে সেই লিড ধরে রাখেন লক্ষ্য। দ্বিতীয় গেমেও চলে একই ছবি। শেষমেশ ৪৪ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে হারান লক্ষ্য। ফাইনালে লক্ষ্যের সামনে লি শি ফেংয়।
আরও পড়ুন:আইএসএল ছেড়ে রোনাল্ডোদের লিগে নাম লেখাতে চলেছেন সাহাল আব্দুল সামাদ : সূত্র