Wednesday, November 12, 2025

ভোট হিং.সা নিয়ে হুমায়ুন কবীরের বক্তব্যকে “দার্শনিক” মন্তব্য কুণালের

Date:

মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও এবার পঞ্চায়েত নির্বাচনে কিছু কিছু বুথ থেকে অশান্তির খবর এসেছে। এবং সেইসব জায়গায় বিরোধী সন্ত্রাসের অভিযোগ উঠেছে। ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর এবং দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় এই ঘটনার নিন্দা করেছেন। পরোক্ষে তাঁরা পুলিশ, রাজ্য নির্বাচন কমিশনকে দায়ী করছেন।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এই ধরনের সন্ত্রাস বিরোধীরা আমদানি করেছে। খুব খারাপ ঘটনা। তবে অতীতের থেকে পরিস্থিতি ভাল। হুমায়ুন কবীর যেটা বলেছেন তা আমি শুনেছি। উনি দর্শনের কথা বলেছেন।”

সংবাদমাধ্যমে হুমায়ুন কবীর বলেন, “বাঙালি হিসেবে আমি লজ্জিত, মর্মাহত। মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়। আর কতদিন এসব চলবে? যুগের পর যুগ ধরে চলে আসছে। কিন্তু আমরা বদলাতে পারছি না। কেন প্রাণহানি শূন্য করা যাচ্ছে না? আমি অত্যন্ত ক্ষুব্ধ।” সৌগত রায় বলেন, “যা ঘটেছে, ঠিক হয়নি। একটিও মৃত্যু না হলেই ভাল হতো। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন। আমার মনে হয়, কমিশনের আরও সতর্ক থাকা দরকার ছিল।”

এদিন বিষয়টি নিয়ে কুণাল ঘোষের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, “ওনারা ঠিকই তো বলেছেন। এই ধরনের সন্ত্রাস বাংলায় বিরোধীরা করেছে। তবে আগের থেকে পরিস্থিতি অনেকটাই ভাল। তবে যা হয়েছে, সেটা ঠিক না।”

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version