Thursday, August 28, 2025

পঞ্চায়েত ভোট নিয়ে ফের ‘বেসুরো’ শুভাপ্রসন্ন, চুলকানির মলম লাগানোর পরামর্শ কুণালের!

Date:

রাজ্যসভার তৃণমূলের ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। আর তারপরেই হঠাৎ করে রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে সরব হলেন শিল্পী শুভাপ্রসন্ন। এই দুটোর মধ্যে কোন যোগাযোগ আছে কি না তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। আর এর মধ্যেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শুভাপ্রসন্নকে চুলকুনি কমানোর মলম লাগানোর পরামর্শ দিলেন।

পঞ্চায়েত ভোট নিয়ে ঠিকই বলেছেন চিত্রশিল্পী? সোমবার, বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যে ভোট নিয়ে সংস্কৃতি বদলের ডাক দেন শুভাপ্রসন্ন। বলেন, “যে ভোট গণতন্ত্রের উৎসব সেখানে যদি এত প্রাণ যায় মানুষের, এই সংস্কৃতির যদি বদল না হয়, এখানে যা হয় সারা দেশে কোথাও হয় না।”

আর এই মন্তব্য নিয়েই তীব্র আক্রমণ করেছেন কুনাল ঘোষ। তাঁর কথায়, ‘‘মাঝে মাঝে ওঁর চুলকোয়। ওর মলম লাগানো দরকার।’’ এর সঙ্গে কুণাল যোগ করেন, ‘‘ভোটে খুনোখুনি আমরা কেউ চাই না। ৬১ হাজারের বেশি বুথে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটাও শুভাদার জানা উচিত।”

এর আগে ফেব্রুয়ারি মাসে ভাষা দিবসের অনুষ্ঠানেও বিতর্কিত মন্তব্য করেছিলেন শুভাপ্রসন্ন। এমনকী সরাসরি তৃণমূল সুপ্রিমোকেও আক্রমণ করতে পিছুপা হননি। অথচ এই তৃণমূল জমানাতেই বিভিন্ন কমিটির প্রধান পদে বসেছেন শুভাপ্রসন্ন। বহু সম্মান তিনি রাজ্য সরকারের থেকে পেয়েছেন। তখনও সে কথার করা জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র। রাজনৈতিক মহলের মতে, যেদিন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশিত হল, সেদিনই হঠাৎ রাজ্যের সংস্কৃতি পরিবর্তনের ডাক দিলেন কেন শুভাপ্রসন্ন? এটাও কি একটা হতাশার বহিঃপ্রকাশ!

আরও পড়ুন- সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন

 

Related articles

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...
Exit mobile version