পঞ্চায়েত ভোটে ১৯টি জেলাতে পুর্ননির্বাচন হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের ৬৯৬টি বুথে নির্বাচন হবে। প্রত্যেকটি বুথে থাকতে হবে আট জন করে কেন্দ্রীয় বাহিনী। অর্থ্যাৎ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই পুর্ননির্বাচন করা হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুন:মঙ্গলবার সকাল ৮টা থেকে নির্বাচনের গণনা শুরু, থাকবে কেন্দ্রীয় বাহিনী
শনিবার পঞ্চায়েত ভোটের পর রবিবার ছিল স্ক্রুটিনির দিন। কোন কোন বুথে যথাযথ ভাবে ভোট হয়নি তা দেখে আবার সেখানে ভোট করানোর দরকার আছে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রবিবার বিভিন্ন জেলা থেকে সেই সংক্রান্ত আসতে বেশ দেরিই হয় কমিশনের কাছে। তাই রাজ্য নির্বাচন কমিশনের তরফে একটু দেরিতেই কোন কোন জেলাতে পুর্ননির্বাচন করা হবে তা জানানো হয়।
রবিবার বিকেলেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, পুনর্নির্বাচন হলে, তা সোমবারই হবে। আর তা হবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে। প্রতি বুথে হাফ সেকশন বাহিনী থাকবে। রাজ্যের কাছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর অভাব নেই। পরে, বিএসএফ বাহিনীর সংখ্যা আরও বাড়িয়েছে। তারা জানিয়েছে, প্রতি বুথে হাফ সেকশন বাহিনীর বদলে এক সেকশন অর্থাৎ আট জন জওয়ান মোতায়েন থাকবে।
একনজরে দেখে নিন কোন কোন জেলায় মোট কত বুথ ছিল, তার মধ্যে কত বুথে আবার আজ ভোট নেওয়া হবে-

জেলা ————— মোট বুথ ————— পুনর্নির্বাচন
কোচবিহার———— ২৩৮৫ ———————— ৫৩

আলিপুরদুয়ার ———১২১২ ————————— ১

জলপাইগুড়ি————১৬৬০ ———————— ১৪

উত্তর দিনাজপুর——— ২১২৬ ————————৪২

দক্ষিণ দিনাজপুর——— ১২২৩ ——————— ১৮

মালদহ——————— ৩০৩৫ ———————১০৯

মুর্শিদাবাদ—————— ৫৪৩৮ ———————১৭৫

নদিয়া————————৩৮৯৬ ———————৮৯

উত্তর ২৪ পরগনা ——— ৪৫৩২ ———————৪৬

দক্ষিণ ২৪ পরগনা——— ৬২২৬——————— ৩৬

হুগলি———————— ৩৮৫১ ——————— ২৯

হাওড়া ————————৩০৩১ ——————— ৮

পূর্ব মেদিনীপুর —————৪১২৮———————৩১
পশ্চিম মেদিনীপুর————৩৮৬৭ ——————১০
পুরুলিয়া————————২৪০৫—————— ৪
বাঁকুড়া ———————— ৩১০০ —————— ৮
পূর্ব বর্ধমান———————৩৯৩৩——————৩
পশ্চিম বর্ধমান—————— ৯৯৮—————— ৬
বীরভূম—————————২৭৬৮——————১৪
ভোটের দিনই ১৫ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়াও অরাজকতা, ভোট লুঠ, ব্যালট বাক্স নষ্ট করা, বুথ দখল, হিংসা, বোমাবাজি, গুলি চালনার অভিযোগ ওঠে।বিরোধীদের পাশাপাশি শাসকদল তৃণমূল কংগ্রেসও বেশ কিছু বুথে পুনর্নির্বাচন চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল। প্রসঙ্গত, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এ বার পঞ্চায়েত ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। ৮৪.৭৯ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। এর পরেই রয়েছে বীরভূমে। ভোট পড়ে ৮৩.১৮ শতাংশ। ভোটের হারে পিছিয়ে রয়েছে পাহাড়। দার্জিলিংয়ে ভোট পড়েছে ৬৫.৮৬ শতাংশ এবং কালিম্পংয়ে ৬৭.২১ শতাংশ।