Wednesday, November 12, 2025

দিল্লি অর্ডিন্যান্স: কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

Date:

আমলাদের বদলি ও পোস্টিং নিয়ে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। যার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে দিল্লির আপ সরকার(AAP Govt)। এই আবেদনের ভিত্তিতেই এবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট(Supreme Court)। আদালতের পাঠানো নোটিশে বলা হয়েছে, কেন্দ্রের অর্ডিন্যান্সের সাংবিধানিক বৈধতা আছে কিনা তা প্রমাণ করতে হবে। তবে আপ সরকারের দাবি মেনে এই অর্ডিন্যান্স বাতিল করে দেয়নি সুপ্রিম কোর্ট।

দিল্লি অর্ডিন্যান্স মামলায় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এদিন নোটিশ পাঠায় কেন্দ্রের মোদি সরকারকে যে নোটিশে বলা হয়েছে, আমলা নিয়োগ ও বদলি প্রসঙ্গে কেন্দ্রের অর্ডিন্যান্স আদৌ বৈধ কিনা তা প্রমাণ করতে হবে। কিন্তু দিল্লি সরকারের দাবি ছিল, এই অর্ডিন্যান্স খারিজ করতে হবে। সেই আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালত। বরং দিল্লি সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্ডিন্যান্সের মামলায় পার্টি করতে হবে দিল্লির উপরাজ্যপালকে।

সরকার ও উপরাজ্যপালের টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে পদস্থ আমলাদের বদলির অধিকার বর্তেছিল দিল্লি সরকারের হাতেই। তার পালটা কেন্দ্র সরকার আবার অর্ডিন্যান্স আনেন। The Government of CNCT of Delhi (Amendment) ordinance শীর্ষক ওই অধ্যাদেশের মাধ্যমে কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে সব ক্ষমতার রাশ নিজেদের হাতেই রাখে কেন্দ্র। তারপরেই অর্ডিন্যান্সের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে দিল্লি সরকার। সোমবার সেই মামলার শুনানি শুরু হয় শীর্ষ আদালতে। অন্যদিকে, এই অর্ডিন্যান্সের বিরোধিতায় দেশের সব বিরোধী দলগুলিকে পাশে পেতে চাইছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেখানে ইতিমধ্যেই কেজরির পাশে দাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন সহ অন্যান্য নেতৃত্বরা। যদিও এই অর্ডিন্যান্স নিয়ে এখনও পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করেনি কংগ্রেস।

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version