Monday, August 25, 2025

নাম-প্রতীকের অধিকার কার? শিবসেনা উদ্ধব শিবিরের মামলা শুনবে শীর্ষ আদালত

Date:

মারাঠা রাজনীতির টালমাটাল অবস্থা কাটছে না কিছুতেই। এনসিপির মধ্যেকার দ্বন্দ্বের মাঝেই এবার শিব সেনার নাম প্রতীকের অধিকারের লড়াইয়ে আশার আলো দেখছে উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) শিবির। গত ফেব্রুয়ারি মাসে শিবসেনার নাম ও প্রতীকের অধিকার একনাথ শিণ্ডে(Eknath Shinde) শিবিরকে দিয়েছিল নির্বাচন কমিশন। যার বিরুদ্ধে শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হয় উদ্ধব শিবির। সেই মামলা শুনতে রাজি হল শীর্ষ আদালত। সোমবার শীর্ষ আদালত উদ্ধব শিবিরের আবেদন গ্রহণ করেছে। আগামী ৩১ জুলাই হবে এই মামলার শুনানি।

গত বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। এরপর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। এবং শিবসেনা দলকে নিজের বলে দাবি করে কমিশনের কাছে দলীয় প্রতীক ব্যবহারের অধিকার চান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিণ্ডেকে সেই অধিকার দেয় নির্বাচন কমিশন। তবে কমিশনকে উদ্ধব জানায়, ‘শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনওই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।’

এই পরিস্থিতিতে গত অক্টোবরে দলের প্রতীক ‘তির-ধনুক’ ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন (Election Commission)। জানিয়ে দেয়, আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। যদিও পরে কমিশনের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ে উদ্ধব শিবির। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেন উদ্ধব ঠাকরে। যদিও শিণ্ডে শিবিরে শিব সেনার অধিকাংশ বিধায়ক থাকায় এবং কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলায় আদালত মামলা শুনবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সোমবার মামলাটি তালিকাবদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। শুনানি হবে ৩১ জুলাই।

Related articles

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...
Exit mobile version