Sunday, November 9, 2025

নাম-প্রতীকের অধিকার কার? শিবসেনা উদ্ধব শিবিরের মামলা শুনবে শীর্ষ আদালত

Date:

মারাঠা রাজনীতির টালমাটাল অবস্থা কাটছে না কিছুতেই। এনসিপির মধ্যেকার দ্বন্দ্বের মাঝেই এবার শিব সেনার নাম প্রতীকের অধিকারের লড়াইয়ে আশার আলো দেখছে উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) শিবির। গত ফেব্রুয়ারি মাসে শিবসেনার নাম ও প্রতীকের অধিকার একনাথ শিণ্ডে(Eknath Shinde) শিবিরকে দিয়েছিল নির্বাচন কমিশন। যার বিরুদ্ধে শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হয় উদ্ধব শিবির। সেই মামলা শুনতে রাজি হল শীর্ষ আদালত। সোমবার শীর্ষ আদালত উদ্ধব শিবিরের আবেদন গ্রহণ করেছে। আগামী ৩১ জুলাই হবে এই মামলার শুনানি।

গত বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। এরপর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। এবং শিবসেনা দলকে নিজের বলে দাবি করে কমিশনের কাছে দলীয় প্রতীক ব্যবহারের অধিকার চান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিণ্ডেকে সেই অধিকার দেয় নির্বাচন কমিশন। তবে কমিশনকে উদ্ধব জানায়, ‘শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনওই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।’

এই পরিস্থিতিতে গত অক্টোবরে দলের প্রতীক ‘তির-ধনুক’ ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন (Election Commission)। জানিয়ে দেয়, আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। যদিও পরে কমিশনের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ে উদ্ধব শিবির। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেন উদ্ধব ঠাকরে। যদিও শিণ্ডে শিবিরে শিব সেনার অধিকাংশ বিধায়ক থাকায় এবং কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলায় আদালত মামলা শুনবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সোমবার মামলাটি তালিকাবদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। শুনানি হবে ৩১ জুলাই।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version