Thursday, December 25, 2025

NOW VOTE FOR MAMATA: বাংলায় সবুজ ঝড়ের শুরুতেই টুইটে ধন্যবাদ অভিষেকের

Date:

Share post:

বিরোধীদের সব কুৎসা, রামধনু জোটের কারসাজি উড়িয়ে গ্রামবাংলা ফের ঘাসফুলের দখলে। রাজ্যে সবুজ ঝড় শুরু হতেই টুইট করে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Abhikari) “NO VOTE TO MAMATA” প্রচারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। টুইটে তিনি লেখেন, “NO VOTE TO MAMATA”-কে বাংলার মানুষ “NOW VOTE FOR MAMATA“।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর টুইটে লেখেন,
“বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের রামধনু জোট হতাশা। কিছু মিডিয়ার বন্ধুরাও দুঃখিত।
বিরোধীরা বলেছিল “NO VOTE TO MAMATA”। বাংলার মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাঁরা সেই কথা বদলে দিয়েছেন। ব্যালট বক্সে আওয়াজ উঠেছে— “NOW VOTE FOR MAMATA“। তৃণমূল কংগ্রেসের নবজোয়ারে যে জনপ্লাবনের সমর্থন পেয়েছিল দল, তারই প্রতিফলন পড়ছে এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটের ফলে। এই ফল লোকসভা ভোটেও বজায় থাকবে। ভালোবাসার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ“।

বিরোধীদের কুৎসা, রামধনু জোটের অশান্তি- সব উড়িয়ে গ্রাম বাংলার রায় ফের গেল তৃণমূলের দিকে। এমনকী, অনেক জায়গায় আগে তৃণমূল জয় পায়নি, সেখানেও এবার ঘাসফুল ফুটছে। সেই ট্রেন্ড দেখার পরেই টুইট করেন অভিষেক। পঞ্চায়েত ভোটের আগে প্রায় দুমাস সারা বাংলা জুড়ে পথে-ময়দানে ঘুরে বেরিয়েছেন অভিষেক। রাতে থেকেছেন মাঠে তাঁবুর খাটিয়ে। এদিন টুইটে সেই জনসংযোগ যাত্রার উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন- সিঙ্গুরে হোয়াইটওয়াশ: ঘাসফুলের দাপটে মুছে গেল পদ্ম

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...