Wednesday, November 12, 2025

সন্ত্রাস করেও দিনহাটায় ‘দূরবীনে’ বিজেপি, জলপাইগুড়ি- আলিপুরদুয়ারেও বড় জয় তৃণমূলের

Date:

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার শুরু থেকেই এবার সংবাদ শিরোনামে ছিল কোচবিহারের দিনহাটা। নীশিথ প্রামাণিকের মদতে এলাকায় লাগাতার বিরোধীদের তরফে সন্ত্রাস চালানোর পরও ভোটের ফলে দেখা গেল রীতিমতো ধরাশায়ী গেরুয়া শিবির। একের পর এক পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল। রীতিমতো দূরবীনে খুঁজলে তবে দু একটি আসনে দেখা যাচ্ছে বিজেপির অস্তিত্ব। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও জয়জয়কার তৃণমূলের।

বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরের কোচবিহার জেলায় শেষ পাওয়া খবর পর্যন্ত, কোচবিহার জেলার দিনহাটা-১ এর বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত দখলে গিয়েছে তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন। ১৬টিতেই জয়ী তৃণমূল। গীতালদহ-১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখলে তৃণমূলের। ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী তৃণমূল। বাকি ২টি আসনে বিজেপি জয়ী হয়। শীতলকুচি ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। সিতাইয়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সবকটি তৃণমূলের দখলে।

পাশাপাশি নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, জলপাইগুড়ি জেলায় তৃণমূল জিতে নিয়েছে ৩১ টি আসন। সেই সঙ্গে এগিয়ে রয়েছে ১৪ টি আসনে। বিজেপি জয় পেয়েছে ২২ টি আসনে। তবে এগিয়ে রয়েছে মাত্র ৩ টি আসনে। CPIM ও নির্দলরা একটি করে আসন পেলেও লড়াইতে তৃণমূল ও BJP-র ধারে কাছে নেই বলেই জানা যাচ্ছে। এই জেলায় পঞ্চায়েত সমিতির মোট আসন ২৩৮ টি ও জেলা পরিষদের মোট আসন ২৪ টি। কোনওটির ফলাফলই এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে জলপাইগুড়ি জেলায় সব কটি স্তরেই তৃণমূলের জয়জয়কার এখানে। জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও বিজেপিকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছে তৃণমূল। শেষ পাওয়া খবরে এই জেলায় ১২৫২ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৪০২ টি আসলে ইতিমধ্যেই জয়লাভ করেছে তৃণমূল। ১৭৩ টি আসনে জয় পেয়েছে বিজেপি। বামেরা ২০টি ও কংগ্রেস ৪টি আসনে জয় লাভ করেছে।

Related articles

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার...

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...
Exit mobile version