Sunday, November 9, 2025

গণদেবতার জয়, কুৎসার জবাব: পঞ্চায়েতে বিপুল তৃণমূলের বিপুল সাফল্যে বার্তা অভিষেকের

Date:

বিরোধীদের একের পর এক অপচেষ্টাকে ব্যর্থ করে পঞ্চায়েত নির্বাচনে মা মাটি মানুষেই আস্থা রেখেছে রাজ্যবাসী। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল যত স্পষ্ট হচ্ছে ততই দেখা যাচ্ছে গ্রাম বাংলা আস্থা রেখেছে ঘাসফুলের ওপর। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) তৃণমূলের এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

 

বুধবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কার্যত স্পষ্ট হয়ে যাওয়ার পর এদিন ফেসবুকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, “জয় পেল গণদেবতা, জয় হল গণতন্ত্রের”। একই সঙ্গে তিনি লেখেন, “মানুষের পঞ্চায়েত গড়ার মহান উদ্দেশ্য নিয়ে ৬০ দিনব্যাপী যেভাবে বাংলার মানুষের সঙ্গে হৃদয়ের অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, তা আরো দৃঢ় হল এই পঞ্চায়েত নির্বাচনে মা মাটি মানুষের জয়ের মাধ্যমে। সকল কুৎসা অপপ্রচার ঘৃণ্য ষড়যন্ত্রের জবাব দিয়েছে আমার প্রিয় রাজ্যবাসী। উন্নয়নের নব জোয়ার আজ সারা বাংলা জুড়ে পরিলক্ষিত। আপনাদের এই রায় আমার কাছে আদেশ সমান। এই আশীর্বাদ সমর্থন এবং ভালোবাসার মর্যাদা রক্ষা করতে আমি আজীবন অঙ্গীকারবদ্ধ। জয় বাংলা! জয় তৃণমূল।”

উল্লেখ্য, গত মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কার্যত স্পষ্ট হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, “সকল মা মাটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রামবাংলায় পুনরায় বিকশিত জোড়া ফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ। এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করলো, বাংলার মানুষের হৃদয় তৃণমূল কংগ্রেসই আসীন।”

এর পাশাপাশি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আরও লেখেন, “জনগণের পঞ্চায়েত গঠনে আমাদের দল সর্বদা বদ্ধপরিকর। জনসাধারণের উন্নতিকল্পে আমি তথা আমাদের দলের প্রতিটি সদস্য সদা নিবেদিত প্রাণ। এই গণতান্ত্রিক রায়কে শিরোধার্য করে আমরা সকলে একসঙ্গে আমার প্রিয় বাংলার উন্নয়ন এবং প্রগতি লক্ষ্যে কাজ করে যাব। জয় বাংলা, মা মাটি মানুষ জিন্দাবাদ।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version