উন্নয়নের যজ্ঞে সামিল হতে তৃণমূলে যোগদান জয়ী বিজেপি প্রার্থীর

উন্নয়নের স্বার্থে বোর্ড গঠনে তৃণমূলকে সাহায্য করলেন বিজেপির জয়ী প্রার্থী সলমা মূর্মূ। ঘটনা বাঁকুড়া বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের

0
1

সিপিএমের পর এবার বিজেপি প্রার্থী, ভোটে জিতেই হাতে তুলে নিলেন তৃণমূলের ঝান্ডা। এই দলবদলেই সংখ্যার বিচারে গ্রাম পঞ্চায়েতে হাতে চলে এলো শাসক দলের। উন্নয়নের স্বার্থে বোর্ড গঠনে তৃণমূলকে সাহায্য করলেন বিজেপির জয়ী প্রার্থী সলমা মূর্মূ। ঘটনা বাঁকুড়া বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের।

আজ, বুধবার বিষ্ণুপুর বিধায়ক কার্য্যালয়ে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর আসনের বিজেপির জয়ী প্রার্থী সলমা মুর্মু তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেন সলমা মুর্মু।

অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ১২টি আসনের মধ্যে তৃণমূল ৬ টি, বিজেপি ৫ ও নির্দল পায় ১টি আসন। ফলে এই পঞ্চায়েতে কোনও রাজনৈতিক দল-ই ম্যাজিক ফিগার না পাওয়ায় ফলাফল ত্রিশঙ্কু হয়ে পড়ে। এই পঞ্চায়েতেরই জয়ী বিজেপি প্রার্থী সলমা মুর্মু ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার ম্যাজিক ফিগারে পৌঁছে যায় তৃণমূল।