Sunday, May 4, 2025

বাংলার মানুষের রায়কে কোর্ট মান্যতা দিলেই বিরোধীদের সন্ত্রা*সের খেলা শেষ: কুণাল ঘোষ

Date:

বিরোধীদের দ্বারা প্রভাবিত বিচার বিভাগের একাংশ। তৃণমূলের (TMC) তরফে এই অভিযোগ দীর্ঘদিনের। এবার আদালতের প্রতি পূর্ণ আস্থা ও মর্যাদা দিয়ে কোর্টের পক্ষপাতদুষ্ট পদক্ষেপ নিয়ে সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল দাবি করেন, পঞ্চায়েত ভোটের পর বাংলার মানুষের রায়কে কোর্ট মান্যতা দিলেই বিরোধীদের এই সন্ত্রাসের খেলা বন্ধ হয়ে যাবে।

কুণাল ঘোষের কথায়, “বিরোধীরা বুঝে গেছে তারা যদি কোথাও রক্তপাতের ছবি দেখাতে পারে, তাহলে কোর্ট তাদের পক্ষে কথা বলবে। আমি আদালতের উপর পূর্ণ মর্যাদা রেখে বলছি, আপনাদের এ ধরণের মন্তব্যের জন্য সন্ত্রাস বাড়ছে। বিজেপি সহ বিরোধীদের একটা ধারণা হয়ে গিয়েছে, একটি দৃশ্য তৈরি করলেই বাজিমাত, সেটা নিজেদের লোক মেরে হোক বা তৃণমূলের। একটু কান্নাকাটি, রক্তপাত ক্যামেরায় দেখাতে পারলেই কোর্টে। আর কোর্ট সেটাকে এন্টারটেন করছে।”

তাঁর আরও সংযোজন, “কোর্ট আর রাজ্যপাল বিরোধীদের ধুনো দিচ্ছে বলে সন্ত্রাসের ঘটনা ঘটছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস পরিকল্পিত ভাবে সন্ত্রাস করছে। ৬১ হাজার বুথে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোর্ট দেখতে পারছে না তৃণমূলের কত লোক মারা গিয়েছে। আমরা জানি মানুষ যেভাবে উপকৃত হয়েছে, ভোটে তার প্রতিফলন ঘটবে। তাই কোর্টকে বলবো, আপনারা আনুপাতিক হার দেখুন। আপনারাই শেষ কথা। আপনারা যা বলবেন সেটাই মাথা পেতে গ্রহণ করব। আপনাদের প্রভাবিত করে জটিলতা তৈরির জন্য উৎসাহ পাচ্ছে বিরোধীরা। বাংলার মানুষের রায়কে কোর্ট মান্যতা দিন, বিরোধীদের এই সন্ত্রাসের খেলা বন্ধ হয়ে যাবে।”

 

 

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...
Exit mobile version