Thursday, August 21, 2025

উত্তরে পিছিয়ে থাকা জেলাতেও সবুজ ঝড়, কুর্মি-মতুয়া গড়েও কুপোকাৎ বিজেপি

Date:

ফের মমতার সঙ্গে গ্রাম বাংলা। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) রাজ্যজুড়ে তৃণমূলের (TMC) ব্যাপক সাফল্যের মধ্যে নজর কেড়েছে অতীতে হেরে যাওয়া এলাকাতেও ঘাসফুলের জয়জয়কার। উত্তরবঙ্গের জেলাগুলিতে ফসল তুলেছে শাসক দল। জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আরও শক্তি বাড়াল তৃণমূল। মনে করা হচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রাজ্যজুড়ে যে জনসংযোগ যাত্রা অর্থাৎ, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ব্যাপক প্রভাব ফেলেছে পঞ্চায়েত ভোটে।

পঞ্চায়েত ভোটের অনেক আগে থেকেই সংগঠনকে আরও শক্তিশালী করার কাজে নেমে পড়েছিল তৃণমূল। অভিষেকের নেতৃত্বে শুরু হয় নবজোয়ার কর্মসূচি। ৫২ দিন ধরে জনসংযোগ যাত্রার মাধ্যমে তিনি চষে ফেলেন কোচবিহার থেকে কাকদ্বীপ। সেই সঙ্গে পঞ্চায়েতে যোগ্য প্রার্থী খুঁজে আনা হয়। সিংহভাগ আসনে নতুন মুখকে প্রার্থী করা হয়।

পঞ্চায়েত ভোটের ফলাফল সামনে আসতেই স্পষ্ট, গ্রামের মানুষ দু’হাত উজাড় করে সমর্থন দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই। ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গের যেসব জায়গায় ভালো ফল করেছিল বিজেপি, সেখানে এবার জমি হারিয়েছে গেরুয়া শিবির। চা বলয় সহ আলিপুরদুয়ার জেলায় ভালো করেছে তৃণমূল। শীতলকুচিতেও শাসক দল জয়ী হয়েছে। কোচবিহারের দিনহাটা ছাড়া উত্তরবঙ্গের অন্যত্র বিরোধীরা ভোট নিয়ে তেমন কোনও অভিযোগ করেনি। অর্থাৎ শান্তিপূর্ণ পথে পাহাড়ে তৃণমূলের জয়যাত্রা শুরু হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভালো ফল করেছে তৃণমূল। কুর্মিদের বিজেপি ভুল বোঝাচ্ছে বলে ভোটের সময় প্রচার করেছিল তৃণমূল। সেই বক্তব্য যে মানুষ গ্রহণ করেছে, তা পঞ্চায়েতের ফলাফলে স্পষ্ট। বাঁকুড়া ও পুরুলিয়ায় এর আগে শাসক দলের খারাপ ফল হয়েছিল।

পাশাপাশি রানাঘাট-বনগাঁ-চাকদহ সহ মতুয়া অধ্যুষিত এলাকায় তৃণমূলের বাক্সে ভোট উপচে পড়েছে। বলে দাবি শাসক দলের। বিশেষত, বনগাঁয় ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে না দেওয়ার ঘটনাকে সাধারণ মতুয়ারা যে ভালোভাবে নেয়নি, বিজেপির হারে তা প্রমাণিত।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version