Saturday, August 23, 2025

জাপান সাগরে ব্যালিস্টিক মি.সাইল ছুড়ল উত্তর কোরিয়া! আমেরিকার পাল্টা দিল কিমের দেশ

Date:

দিন কয়েক আগেই আচমকা উত্তর কোরিয়ার (North Korea) আকাশপথে হানা দিয়েছিল মার্কিন গুপ্তচর বিমান! এরপরই উত্তর কোরিয়ার তরফে বিমান নামানোর হুমকিও দেওয়া হয়েছিল। এরই পাল্টা বুধবার ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) ছুড়ল উত্তর কোরিয়া। এই নিয়ে ২০২৩ সালে ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়ল কিমের দেশ। এর আগে গত জুন মাসে শেষবার তারা মিসাইল ছুড়েছিল। বুধবার ভোরে জাপান সাগরের দিকে লক্ষ্য করে ওই মিসাইল ছোঁড়া হয়েছে বলে খবর। দক্ষিণ কোরিয়া (South Korea) ও জাপান (Japan), দুই দেশের তরফেই এই দাবি করা হয়েছে। তবে এসম্পর্কে এখনও কোনও বিস্তারিত তথ্য মেলেনি।

গত সোমবারই উত্তর কোরিয়া দাবি করে, তাদের দেশের আকাশসীমা পেরিয়ে ঢুকে পড়েছে বেশ কয়েকটি মার্কিন বিমান। দেশজুড়ে নজরদারি চালাতেই এই বিমান পাঠিয়েছে আমেরিকা (America)। তবে কিম প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, বিমান চোখে দেখামাত্রই তা গুলি করে নামানো হবে। তবে শেষ পর্যন্ত কোনও বিমান ধ্বংস করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

পাশাপাশি এক বিবৃতিতে উত্তর কোরিয়ার তরফে সাফ দাবি করা হয়েছে, কোরিয়ার উপদ্বীপ এলাকায় অযথা অশান্তির চেষ্টা চালাচ্ছে আমেরিকা। কেউই চান না কোরিয়ার আশেপাশের পরিস্থিতি খারাপ হয়ে যাক। যদি আগামী দিনে যুদ্ধের মতো গুরুতর পরিস্থিতি তৈরি হয়, তার জন্য দায়ী একমাত্র আমেরিকাই।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version