Tuesday, November 11, 2025

ভাঙড়ে ৩ আইএসএফ কর্মীর মৃ.ত্যুতে জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে

Date:

গণনায় তৃণমূলের পাল্লা ভারী হতেই মঙ্গলবার রাতে ফের ভাঙড়ে সন্ত্রাস চালিয়েছে আইএসএফ। বোমা, গুলির দাপটে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এই ঘটনায় বুধবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মৃত্যু নিয়ে হাই কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে বৃহস্পতিবারই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:ফের ভোট অশান্তি মামলা,নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এছাড়াও ভোট গণনা ও হিংসার অভিযোগে এদিন কলকাতা হাইকোর্টে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ।ভোটের পর্বে বহু মৃত্যুর খবর উঠে এসেছে। যদিও এখনও পর্যন্ত শাসক দলের কর্মী-সমর্থকদেরই বেশি প্রাণ গেছে। এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে আরেকটি জনস্বার্থ মামলা। অন্যদিকে মঙ্গলবার ভোট গণনা চলাকালীন রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধী প্রার্থী এবং এজেন্টদের ভোট গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দ্বারস্থ হয়েছেন আইনজীবী শামিম আহমেদ।

প্রসঙ্গত মঙ্গলবার রাতে তৃণমূলের কাছে গোহারা হারের পর তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে আইএসএফ কর্মী-সমর্থকরা বলে অভিযোগ। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তিন আইএসএফ কর্মীর। গুরুতর আহত হন দুই পুলিশ কর্মীও। তাঁদেরকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। আজও থমথমে ভাঙড়ের পরিস্থিতি। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বহু পুলিশ।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version