Saturday, August 23, 2025

বাংলাভাগের ষড়.যন্ত্রকারীই রাজ্যসভায় বিজেপি-র মুখ! তীব্র নিন্দা তৃণমূলের

Date:

বাংলাভাগের ষড়যন্ত্রকারীকে রাজ্যসভায় নিজেদের মুখ করল বিজেপি (BJP)। বাংলা থেকে রাজ্যসভায় তাদের একমাত্র আসনে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের অন্যতম হোতা অনন্ত মহারাজকে প্রার্থী করে রাজনৈতিক লাইন স্পষ্ট করে দিল গেরুয়া শিবির। দীর্ঘদিন ধরে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে সরব রাজবংশী-নেতা অনন্ত মহারাজ (Ananta Maharaj)। তাঁকে বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী করার তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)।

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৬টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন হওয়ার কথা। এর মধ্যে একটি আসনের উপনির্বাচনে জয় নিশ্চিত তৃণমূলের। এছাড়া যে ৬টি আসনে পূর্ণ মেয়াদের জন্য সাংসদ বাছাই হবে, তাতেও পাঁচটিতে তৃণমূলের জয় নিশ্চিত। অপর আসনে জয় পাবে বিজেপিই। এই প্রথম বাংলা থেকে কোনও প্রার্থীকে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠাতে চলেছে গেরুয়া শিবির। এর আগে স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো বাংলার একাধিক ব্যক্তিত্বকে মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। তবে, এই প্রথম নির্বাচনের মাধ্যমে বাংলা থেকে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি পাঠাবে পদ্মশিবির। আর সেই প্রার্থী হতে চলেছেন অনন্ত মহারাজ। যিনি পৃথক কোচবিহার আন্দোলনের অন্যতম মুখ।

অনন্তকে বিজেপি প্রার্থী করায় তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, “এই মনোনয়নই প্রমাণ করে দিচ্ছে যে বাংলায় বিচ্ছিনতাবাদী আন্দোলনে ইন্ধন দিচ্ছে বিজেপি।“

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version