Friday, August 22, 2025

পঞ্চায়েতের (Panchayet Election) দিন ঘোষণা থেকে মনোনয়ন পর্ব হয়ে ভোট গণনা পর্যন্ত রাজ্যজুড়ে দফায় দফায় হিংসার ছবি উঠে এসেছে। পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি আগেই জানিয়েছিলেন কোনও রকমের হিংসা বা আইনবিরোধী কাজকে বরদাস্ত করা হবে না। এবার ভোট পর্ব মিটতেই নির্বাচনী হিংসা সংক্রান্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিল নবান্ন (Nabanna)। সেই মর্মে সব জেলার জেলা শাসকদের চিঠি পাঠানো হয়েছে বলেই খবর।

বৃহস্পতিবার নবান্নের তরফে পাঠানো ওই নির্দেশিকায় ভোট-হিংসা সংক্রান্ত সব রকমের তথ্য চেয়ে পাঠানো হয়েছে । পাশাপাশি জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোট-হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। বিরোধীরা যতই কুৎসা করুক না কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যারা মারা গেছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। আর এবার যাঁরা নির্বাচনে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে সরকার। নবান্নের (Nabanna) নির্দেশিকায় জেলাশাসকদের জানানো হয়েছে, যে আদালতে নির্দেশে রাজ্যকে ভোট-হিংসা সংক্রান্ত একটি হলফনামা জমা দিতে হবে। সেই হলফনামা জমা দিতে গেলে বেশ কিছু তথ্য প্রয়োজন। ভোট পর্বে হিংসায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিশদে জানাতে হবে এবং অভিযুক্তদের নাম নথিভুক্ত করতে হবে। পাশাপাশি অশান্তির ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের তালিকা তৈরি করে স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version