Sunday, August 24, 2025

বাদল অধিবেশনে ঝড় ওঠার সম্ভাবনা! ৩২ নয়া বিল আনার জোর চেষ্টা কেন্দ্রের, সরব বিরোধীরা

Date:

চলতি বাদল অধিবেশনের (Monsoon Session) কাজের তালিকায় সরকারের তরফে মোট ৩২টি বিল আনা হতে চলেছে বলে খবর। যার মধ্যে নতুন বিল আসতে চলেছে ২১টি। তাতে দিল্লি সংক্রান্ত অধ্যাদেশকে বিল আকারে নিয়ে আসা থেকে শুরু করে তথ্য সুরক্ষা বিল, জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী) বিলগুলি রয়েছে। এর মধ্যে তথ্য সুরক্ষা বিলটিকে পাশ করানোর উপর সরকারপক্ষ তথা বিজেপি জোর দিচ্ছে এবং কীভাবে তা পাশ করানো যায় সেই রণকৌশল তৈরি করছে। তবে কেন্দ্রের এমন তুঘলকি সিদ্ধান্তে সরব বিরোধীরা। তাঁদের অভিযোগ, জোর করে সবকিছু চাপিয়ে দিতে চাইছে কেন্দ্র।

তবে চলতি অধিবেশনে মহিলা কুস্তিগিরদের (Wrestlers) যৌন হেনস্থা, দিল্লি সংক্রান্ত অধ্যাদেশ থেকে শুরু করে মণিপুরের হিংসার মতো বিষয় নিয়ে উজ্জীবিত বিরোধীরা যে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে (Modi Govt) চেপে ধরবেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে মণিপুরের হিংসা নিয়ে বিরোধীরা বাদল অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করতে চলেছেন বলেই খবর।

বিলের তালিকায় অবশ্য অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত কোনও বিল নেই। সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ খোলার পর থেকেই সরকার বাদল অধিবেশনে বিল আনতে পারে বলে জল্পনা ছিল। কিন্তু সরকার তাড়াহুড়ো করে এই বিল আনতে চাইছে না। অন্যদিকে, অধিবেশনের আগের দিন অর্থাৎ ১৯ অগাস্ট সরকারের পক্ষ থেকে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। ১৮ আগস্ট রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar) রাজ্যসভার দলনেতাদের সর্বদল বৈঠক ডেকেছেন। দুই বৈঠকেই তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি হাজির থাকবেন না। তৃণমূল সাংসদরা ২১ জুলাইয়ের পরেই বাদল অধিবেশনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version