Saturday, November 8, 2025

বিজেপির কঠোর সমালোচনা! মণিপুর হিং*সাতে প্রস্তাব পাস ইউরোপিয়ান পার্লামেন্টে

Date:

মণিপুরে হিংসায় এবার আন্তর্জাতিক মঞ্চেও ঘোর বিপাকে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরে মুখেই প্রস্তাব পাস হয়ে গেল ইউরোপিয়ার ইউনিয়নে। সেই প্রস্তাবে তীব্র ভাষায় নিন্দা করা হল বিজেপি নেতার জাতীয়বাদী বক্তব্যকে। উত্তপ্ত মণিপুরে মেইতে জাতিগোষ্ঠীকে তফসিলি জাতিভুক্ত করা যায় কি না, তা নিয়ে হাইকোর্টের রায়কে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। আদালতের এই রায় মানতে নারাজ রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী মানুষ।

এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণাঙ্গ অধিবেশন বসেছে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে। মানবাধিকার, গণতন্ত্র ও আইনশৃঙ্খলার প্রশ্নে সেই অধিবেশনে উঠল মণিপুরে অশান্তির প্রসঙ্গ। স্রেফ হিংসা, প্রাণহানি ও সম্পত্তি নষ্টের নিন্দা নয়, মণিপুরে অশান্তি নিয়ে পাস হয়ে গেল প্রস্তাব। প্রস্তাবে উল্লেখ, ‘২০২০ সালের অক্টোবরে রাষ্ট্রসংঘের মানবাবিধকার কমিশনার ভারতের আছে আবেদন করেছিলেন যে, মানবাধিকার কর্মীদের অধিকার যেন রক্ষার করা হয়। বিজেপির ‘বিভাজনমূলক নীতি’র বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের অভিযোগ নজরে এসেছিল রাষ্ট্রসংঘের’।

প্রস্তাবে বলা হয়েছে, ‘মূলত হিন্দু মেতেই সম্প্রদায় ও খ্রীষ্ঠানের জাতিগত বিবাদে হিংসা ছড়িয়েছে মণিপুরে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশোরও বেশি মানুষ। ঘরছাড়া চল্লিশ হাজারেরও বেশি। মণিপুরে এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এবার সরাসরি মণিুপুরের বিজেপি সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। তাঁদের মতে, দেশজুড়ে বিভেদমূলক নীতি রূপায়ণের কারণেই বঞ্চনা শিকার হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা’। শুধু তাই নয়, মানবাধিকার সংক্রান্ত সমস্যা মোকাবিলা ভারত ও ইউরোপিয়ান পার্লামেন্টের যৌথভাবে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

 

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version