Wednesday, November 5, 2025

যশস্বীর দুরন্ত ইনিংসে ভর করে দ্বিতীয় দিনের শেষে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৬২ রানে এগিয়ে ভারত

Date:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও মেজাজে ভারতীয় দল। দ্বিতীয় দিন ভারতের টিম ইন্ডিয়ার জোড়া শতরান। দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ২ উইকেট হারিয়ে ৩১২। ১৬২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয় ক্রিজে রয়ছেন যশস্বী জসওয়াল এবং বিরাট কোহলি। ১৪৩ রানে অপরাজিত যশস্বী। ৩৬ রানে অপরাজিত বিরাট কোহলি।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম দিন যেখানে শেষ করেছিল, দ্বিতীয় দিন যেন সেখান থেকেই শুরু করেন যশস্বী জসওয়াল এবং রোহিত শর্মা। দুই ওপেনার করলেন শতরান। ১০৩ রান করেন রোহিত শর্মা। দুই ওপেনার যশস্বী এবং রোহিত জুটি গড়েন ২২৯ রানের। ২০০২ সালের পর এটাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি। এর আগে ছিল সঞ্জয় বাঙ্গার এবং বীরেন্দ্র সেহবাগের জুটি। যারা জুটি গড়েছিলেন ২০২ রানের। এদিকে ১০৩ রান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। এই রানের সুবাদে রোহিত টেস্টে ৩৫০০ রানের গণ্ডি পার করেন তিনি। করেন দশম শতরান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব‍্যর্থ শুভমন গিল। ৬ রান করেন তিনি। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন যশস্বী এবং বিরাট। যশস্বী ১৪৩ রানে অপরাজিত। ৩৬ রানে অপরাজিত বিরাট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন অ্যালিক আথানেজ এবং জোমেল।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের বিরুদ্ধে ম‍্যাচে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। ক‍্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করেন অ্যালিক অ্যাথানেজ। ৪৭ রান করেন তিনি। ব্রেথওয়েট করেন ২০ রান। তেজনারায়ণ করেন ১২ রান। ভারতের পাঁচ উইকেট নেন অশ্বিন। তিন উইকেট নেন জাদেজা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version