ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পেল ভারতীয় দল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস এবং ১৪১ রানে জয় পেল রোহিত শর্মার দল। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে দুরন্ত পারফরম্যান্স রবীচন্দ্রন অশ্বিনের। একাই নিলেন ৭ উইকেট। ১৭১ করে ম্যাচের সেরা যশস্বী জসওয়াল।
শুক্রবার ম্যাচের তৃতীয় দিনেও ব্যাট হাতে দাপট দেখাতে থাকেন যশস্বী এবং বিরাট কোহলি। ১৭১ রানে আউট হন যশস্বী। ৭৬ রান করেন বিরাট কোহলি। ৩৭ রান করেন রবীন্দ্র জাদেজা। ৩ রান করেন অজিঙ্কে রাহানে। এরপর ম্যাচে নামেন টেস্টে অভিষেক হওয়া ইশান কিষাণ। ইশানের ব্যাট থেকে এক রান আসতে ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের ইনিংস শেষ হয় ৪২১/৫। ২৭১ রানে এগিয়ে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও তাসের ঘরের মতন ভেঙে পরে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন। একাই নিলেন ৭ উইকেট। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আলিক আথানাজের। এছাড়া জেসন হোল্ডার ২০ রান করেন। ভারতের হয়ে আর উইকেট গুলি নেন রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সিরাজ। দুটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস