Wednesday, August 27, 2025

ফ্রান্স সফর সেরে আরব আমিরশাহিতে মোদি, বুর্জ খলিফায় ভারতের পতাকার রঙ

Date:

ফ্রান্স(France) সফর শেষ করে এবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকা আরব আমিরশাহির(Arab Amirsahi) সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও মজবুত করবে মোদির এই সফর। পাশাপাশি প্রধানমন্ত্রীকে(Prime Minister) অভ্যর্থনা জানাতে আরবের বুর্জ খলিফাকে রাঙিয়ে তোলা হল ভারতের(India) পতাকার রঙে। এই সফরে আরবের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সাক্ষর হয় একাধিক চুক্তি।

শনিবার সকাল ১১টা নাগাদ আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান আরবের প্রেসিডেন্ট। নাহইয়ানের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী জানান, তিনি আরবে আসতে পেরে অত্যন্ত খুশি। এখানে যে সম্মান আমায় দেওয়া হল তাঁর জন্য ধন্যবাদ। এই ভারতীয় আপনাকে একজন সত্যিকারের বন্ধু হিসেবে দেখে। আবুধাবিতে আরব প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকে একধাইক চুক্তি সাক্ষর করেন প্রধানমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হল, আবুধাবিতে আগামী বছর থেকে ক্যাম্পাস খুলছে আইআইটি দিল্লি।

প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আমন্ত্রণে সাড়া দিয়ে ‘বাস্তিল দিবস’ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে অংশ নিতে দু’দিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি সই হয়। ফ্রান্স থেকে ফেরার পথে শুক্রবার এক দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version