Wednesday, November 5, 2025

বর্ষা (Monsoon) শুরু হতেই বঙ্গোপসাগরে দাপিয়ে বেড়াচ্ছে ইলিশের (Hilsa) দল। ঝাঁকে ঝাঁকে ইলিশ প্রায়শই উঠতে দেখা যাচ্ছিল কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমার জেলেদের জালে। এবার মুখে চওড়া হাসি দিঘার (Digha) জেলেদের (Fishermen)। জানা গিয়েছে, রবিবার দিঘার মোহনা থেকে ২৫ টনের মতো ইলিশ উঠেছে জেলেদের জালে। এক একটি ইলিশের ওজন ১ কিলো থেকে দেড় কিলোর আশপাশে। দাম কিলো প্রতি ৮০০ থেকে ৯০০ টাকার আশপাশে। রয়েছে ৪০০, ৫০০ গ্রামের ছোট ইলিশও। যা বিক্রি হচ্ছে আবার ৫০০ থেকে ৬০০ টাকা কিলো দরে। সপ্তাহ শেষে দিঘায় সমুদ্র সৈকতের রূপ উপভোগ করতে গিয়েছেন বহু মানুষ। সঙ্গে দিঘা মোহনায় রুপোলি শস্য ভাণ্ডারের চোখ ধাঁধানো ঝলক। আর এদিন সামুদ্রিক রুপোলি শস্য দেখতে দিঘা মোহনায় পর্যটকদের উপচে পড়া ভিড়।

গত দুবছর দিঘার সমুদ্রের রুপোলি শস্য ইলিশের সেইভাবে দেখা মেলেনি। গত দু’দিন ধরে দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে ইলিশ সহ অন্যান্যরা সামুদ্রিক মাছ। ইলিশ সহ সামুদ্রিক মাছ দেখতে রবিবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও দিঘা মোহনায় পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছাতা মাথা দিয়ে আনন্দ উপভোগ করে চলেছেন পর্যটকরা।

এদিকে বিগত দু’বছর মৎস্যজীবীদের মুখ গোমড়া থাকলেও চলতি মরশুমে ঢেলে ইলিশ উঠেছে দিঘা থেকে। ২৫ টনের মতো ইলিশ উঠেছে জেলেদের জালে। দুদিন আগেই ২৫ টনের মতো ইলিশ উঠে আসে দিঘার মৎস্যজীবীদের জালে। ওজন ছিল চোখে পড়ার মতো। এদিন জাল ভর্তি ইলিশ পেয়ে আনন্দে মাতোয়ারা দিঘার মৎস্যজীবীরাও। অনেকেই বলছেন, আরও হোক ইলশেগুঁড়ির বৃষ্টি। মৎস্যজীবী থেকে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন, আজ তো মোটে ২৫ টন। আরও মাছ আছে সমুদ্রে থাকা অনেক ট্রলারেই। সেগুলি ঘরে ফিরলেই বাজার ছেয়ে যাবে রুপোলি শস্যে। জোগান বেশি থাকায় দামও খানিকটা কমতে পারে।

 

 

 

Related articles

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version