Tuesday, August 26, 2025

নিয়মের বেড়াজাল, টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলা হচ্ছে না টিম ইন্ডিয়ার

Date:

টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলা হচ্ছে না ভারতীয় ফুটবল দলের। ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ার মধ্যে প্রথম আটে থাকলেই ভারতীয় ফুটবল দল এশিয়ান গেমস খেলতে যেতে পারবে। তবে তা না হওয়ায়, ভারতীয় ফুটবল দল হয়ত এশিয়ান গেমসে খেলতে যেতে পারছে না।

ভারতীয় দল এশিয়ার মধ্যে ১৮ নম্বরে রয়েছে।যদিও এশিয়ান গেমসে খেলতে যেতে হলে এশিয়ার মধ্যে অন্তত আট নম্বরে থাকতে হত ভারতীয় ফুটবল দলকে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। তার আগে থাইল্যান্ডে কিংস কাপে খেলতে যাবে ভারতীয় দল। কিংস কাপ চলবে ৭ থেকে ১০ সেপ্টেম্বর অবধি। ২০০২ সাল থেকে এশিয়ান গেমসে অনুর্ধ্ব-২৩ ফুটবল দল খেলাতে হয়। যদিও সেই দলে রাখা যায়, ২৩ উর্ধ্বে ৩ জন ফুটবলার। ভারতীয় ফুটবল দল দারুণ ছন্দে রয়েছে। টানা তিনটি ট্রফিও জিতে নিয়েছে তারা। কিন্তু এই সমস্ত কিছুর পরও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নিয়মের বেড়াজালে আটকে যাচ্ছে ভারতীয় দল। তাদের এশিয়ান গেমসে দল পাঠানোর সম্ভাবনা খুবই কম।

ক্রীড়ামন্ত্রকের তরফে ইন্ডিয়ান অলিম্পিক সংস্থাকে এবং জাতীয় ক্রীড়া সংস্থাকে যে নির্দেশিকা পাঠানো হয়েছে, তাতে পরিষ্কার বলা রয়েছে, টিম ইভেন্টের ক্ষেত্রে এশিয়ায় সেরা আটে থাকতে হবে। ক্রীড়ামন্ত্রকের কাছে যদিও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সচিব শাজী প্রভাকরণ সংবাদসংস্থা পিটিআইকে এই প্রসঙ্গে বলেছেন, “এটা সরকারের সিদ্ধান্ত। নিয়ম মেনে চলতেই হবে। আমরা অনুরোধ করব যাতে এই সিদ্ধান্ত যাতে আরও একবার ভেবে দেখা হয়। এবছর আমাদের ফুটবল দলের পারফরম্যান্স খুবই ভালো। বিশেষ করে অনুর্ধ্ব-২৩ ফুটবলারদের। এশিয়ান গেমসে অংশ নিতে পারলে ভারতীয় ফুটবলের জন্য দারুণ ব্যাপার হবে।”

২০১৮ সালের এশিয়ান গেমসেও একই কারণে খেলা হয়নি ভারতীয় ফুটবল দলের। তবে এখনও সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে সবটাই নির্ভর করবে ভারতীয় অলিম্পিক সংস্থা ও জাতীয় ক্রীড়া সংস্থার ওপর। তাই এখনই আশা ছাড়তে নারাজ ভারতীয় ফুটবল ফেডারেশন।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অবধি  হাংঝাউতে হবে এবারের এশিয়ান গেমস। তবে ফুটবলের ইভেন্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে।

আরও পড়ুন:‘মাহি ভাইয়ের পরামর্শ আমায় সাহায্য করেছে’, ভারতীয় দলে সুযোগ পেয়ে বললেন রিঙ্কু

 

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version