Wednesday, November 12, 2025

ঘরের মাঠে দুরন্ত জয় মোহনবাগানের, ডালহৌসিকে হারাল ২-৫ গোলে

Date:

কলকাতা লিগে জয়ের হ‍্যাটট্রিক মোহনবাগান সুপার জায়ান্ট-এর। এদিন ডালহৌসিকে ৫-২ গোলে হারাল সবুজ মেরুন। এদিন বাগানের হয়ে হ‍্যাটট্রিক সুহেল আহমেদ ভাটের। চার বছর পর কলকাতা লিগের ম্যাচ ফিরেছে মোহনবাগান মাঠে। স্বাভাবিকভাবেই প্রচুর সমর্থক এসেছিলেন রবিবার। আর সেই সমর্থকরা হতাশ হলেন না। ৫-২ গোলে জিতল মোহনবাগান।

ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। মাত্র ২ মিনিটেই এগিয়ে যেতে পারত সবুজ-মেরুন ক্লাব। বারবার জায়গা অদল বদল করে ডালহৌসির ডিফেন্সকে ছারখার করে দেন মোহনবাগান ফুটবলাররা। তবে ১৯ মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিল ডালহৌসি। বাঁ দিক থেকে বল ধরে ভেতরের দিকে ঢুকে আসতে থাকেন ডালহৌসির পল্টু দাস। কাট করে ভেতরের দিকে ঢোকার মুখে বাধা পান। তবে এছাড়া প্রথমার্ধে কোনও সুযোগই সেভাবে গড়তে পারেনি ডালহৌসি। ২৫ মিনিটে প্রথম গোল করেন সুহেল আহমেদ বাট। ডালহৌসির ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে বল ধরেন সুহেল। কিছুটা এগিয়ে গিয়ে ডি বক্সের সামনে থেকে গোলরক্ষক বিক্রম পাড়িয়াকে এগিয়ে আসতে দেখে দারুণ শট করেন সুহেল। তাঁর শট জালে জড়ায়। দারুণ গোল করেন কাশ্মীরি এই ফুটবলার। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান সুহেল। ডানদিক থেকে ভেসে আসা সেন্টারে দারুণভাবে পা ছুঁয়ে গোল করে যান মোহনবাগানের তরুণ ফুটবলার। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক করেন সুহেল। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান তিনি। ডান পায়ে ডানদিকের কোনায় শট করে যান তিনি। বিক্রম পাড়িয়া উল্টোদিকে ঝাঁপান। ৬১ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ফরদিন আলি মোল্লার গোলে ব্যবধান আরও বাড়ে। বাঁদিক থেকে উঠে আসা, সুহেলের মাইনাস ধরতে চেষ্টা করেন বিক্রম। তবে সেই সময় বল তাঁর হাত থেকে ফসকে যায়। সেই বলে টোকা মেরে গোল করেন ফরদিন আলি মোল্লা। তবে ৬৬ মিনিটে মোহনবাগান ডিফেন্ডারের ভুলে ব্যবধান কমায় ডালহৌসি। তবে ম্যাচের ৮৬ মিনিটে গোল করে ফের দলকে এগিয়ে দেন ফরদিন আলি মোল্লা। এরপর ইনজুরি টাইমে ডালহৌসির হয়ে ২-৫ করেন আবাশ কুণ্ডু।

আরও পড়ুন:শতরানের পর ফোন করে কার কাছে কেঁদেছিলেন যশস্বী? 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version