Sunday, May 4, 2025

বেপ.রোয়া বাসের দাপা.দাপি রুখতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের, জারি নির্দেশিকা!

Date:

শহরে বেপরোয়া বাসের দাপাদাপি রুখতে এবার কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের (Kolkata Police)। এখন থেকে দুর্ঘটনার গতিপ্রকৃতি দেখে যে কোনও গাড়ি চালকের লাইসেন্স বাতিলের (License Cancel) সুপারিশ করতে পারবেন থানার তদন্তকারী সাব ইন্সপেক্টররা (Sub Inspector)। সম্প্রতি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (Traffic) রূপেশ কুমার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। আর এমন খবর সামনে আসতেই প্রতিবাদে সোচ্চার একাধিক গণপরিবহণ সংগঠন। ইতিমধ্যে কলকাতার সব থানার ওসিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, পরিবহণ দফতরের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (RTO) বা অ্যাডিশনাল রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (ARTO)-এর কাছে নিয়ম মেনে এই সুপারিশ পাঠাতে হবে।

এতদিন যেকোনও দুর্ঘটনায় রক্তপাতের ঘটনা ঘটলে তবেই কলকাতা পুলিশ লাইসেন্স সাসপেন্ড করতে পারত। এক্ষেত্রে গাড়ির চালকের লাইসেন্স ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সাসপেন্ডেড থাকত। পরে আবার চালক আবেদন করলে সেই লাইসেন্স ফেরত পেতেন চালকরা। কিন্তু নতুন নিয়ম জারি হলে বড়সড় বিপদ হতে পারে বলেই মত গণপরিবহণ সংগঠনের নেতাদের। তবে বর্তমানে শহরের রাস্তায় পা রাখা দায়। গাড়িতে গাড়িতে ছয়লাপ তিলোত্তমা। আর বেসরকারি বাস, ট্যাক্সি থেকে শুরু করে যেকোনও ব্যক্তিগত গাড়ির দাপাদাপিতে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। আর তা কড়া হাতে দমন করতেই এবার বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের একটি সূত্র মারফৎ খবর, শহরে বাইক-সহ বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে।

আর পুলিশের এমন সিদ্ধান্তে কার্যত মাথায় হাত পরিবহণ সংগঠনগুলির। তাঁদের অভিযোগ, যেকোনও ছোটখাটো পথ দুর্ঘটনার ক্ষেত্রে নির্বিচারে লাইসেন্স সাসপেন্ড করা হলে বেসরকারি পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। যার ফল আগামী দিনে ভোগ করতে হতে পারে গণপরিবহণের ওপর নির্ভরশীল সাধারণ মানুষকে। তাই এই নতুন নিয়ম কার্যকর করার আগে পুলিশ প্রশাসনের বিষয়টি আবারও ভেবে দেখা উচিত বলে দাবি করেছে পরিবহণ সংগঠনগুলি।

 

 

 

Related articles

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...
Exit mobile version