যানজট এড়াতে এবং দূষণ কমাতে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ‘মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব’ তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। এবিষয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির নেতৃত্বে নবান্নে মেট্রো রেল, সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সোমবার এক উচ্চ পর্যায়ের বৈঠক বসছে। ধর্মতলা এলাকায় যানজট ও দূষণ কমাতে কলকাতা হাইকোর্টের দায়ের করা এক জনস্বার্থে মামলার রায়ের প্রেক্ষিতে বিকল্প পথ খুঁজেতে ওই বৈঠক।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে তিনটি রুটের মেট্রোর স্টেশন হচ্ছে ধর্মতলায়। সবক’টি রুট শুরু হলে ধর্মতলায় যানজট মারাত্মক জায়গায় পৌঁছবে বলে প্রশাসনের আশঙ্কা।ধর্মতলা এমনিতেই বহু মানুষের আনাগোনা লেগে থাকে। আরও দু’টি মেট্রোর স্টেশন হলে তা অন্তত ৪০ শতাংশ বাড়বে বলে মনে করছে পরিবহণ দফতর। কলকাতা পুলিশের সঙ্গে সম্প্রতি শহরের ট্র্যাফিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন দফতরের কর্তারা। সেখানেও পুলিশের তরফেও ধর্মতলায় মেট্রো স্টেশনের জেরে যানজটের আশঙ্কার কথা জানায় পুলিশ। সেই সূত্রে ওই ট্রান্সপোর্ট হাব তৈরির ব্যাপারে মতামত চেয়ে রাজ্যের পরিবহণ সচিব মেট্রোর জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়েছেন। পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, স্মার্ট সিটি প্রকল্পের আওতায় পাটনা, পুনে সহ দেশের বিভিন্ন শহরে এ ধরণের মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরির কাজ চলছে। একই রকম ভাবে ধর্মতলায় নির্মীয়মান মেট্রো স্টেশন কে কেন্দ্র করে ওই যে এর হাব তৈরির পরিকল্পনা করা হচ্ছে। একাধিক স্তর বিশিষ্ট এই হাবে একই ছাদের তলায় মানুষ বাস, মেট্রো সহ বিভিন্ন ধরণের গণ পরিবহন ব্যবহারের সুযোগ পাবেন।
আরও পড়ুন- অঘোষিত “প্রথা” মেনে ২১ জুলাই বৃষ্টি তিলোত্তমায়, তবে প্রবল বর্ষণে ভাসবে না তৃণমূলের সমাবেশ
