Saturday, May 3, 2025

প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে আর দেরি নয়! রাজ্যের নয়া উদ্যোগে খুশি সরকারি কর্মীরা

Date:

প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের (Govt of West Bengal)। এবার থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মী এবং পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের খুঁটিনাটি বিষয়গুলি রাজ্য সরকারের আইএফএমএস (IFMS) পোর্টালের আওতায় আনা হচ্ছে। আর সেকারণেই শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীদের দ্রুত পিএফ পরিচালনার অনলাইন ব্যবস্থা চালু করতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর।

বর্তমানে সরকারি বিভিন্ন দফতরের কর্মীদের পিএফ এই পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়। তবে নতুন ব্যবস্থায় পিএফের টাকা একদিকে যেমন দ্রুত মিলবে, তেমনি পরিচালন ব্যবস্থায়ও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এখন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, স্বশাসিত সংস্থার কর্মীরা পিএফের টাকা জমা ও সুদের বার্ষিক হিসাবপত্র অনেক সময় ঠিকমতো পান না বলে অভিযোগ। এই বিষয়টি আইএফএমএস ব্যবস্থার মধ্যে চলে এলে অর্থবর্ষের শেষে অনলাইনে পোর্টাল থেকে পুরো হিসাবটাই তাঁরা হাতের মুঠোয় পেয়ে যাবেন বলে খবর।

অন্যদিকে, এই কর্মীদের পিএফ পরিচালন ব্যবস্থা ডিরেক্টরেট অব পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্সিওরেন্স করে থাকে। সরকারি গ্রুপ ডি কর্মীদের পিএফ দেখভাল করে এই ডিরেক্টরেট। সরকারি দফতরের গ্রুপ এ, বি এবং সি শ্রেণির কর্মীদের পিএফ দেখভাল করে সিএজি। সরকারি দফতরের গ্রুপ ডি শ্রেণির কর্মীদের পিএফ এখন আইএফএমএস-এর আওতায় রয়েছে। এই ব্যবস্থা এবার এবার শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও কার্যকর হবে।

 

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version