Saturday, August 23, 2025

প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে আর দেরি নয়! রাজ্যের নয়া উদ্যোগে খুশি সরকারি কর্মীরা

Date:

প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের (Govt of West Bengal)। এবার থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মী এবং পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের খুঁটিনাটি বিষয়গুলি রাজ্য সরকারের আইএফএমএস (IFMS) পোর্টালের আওতায় আনা হচ্ছে। আর সেকারণেই শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীদের দ্রুত পিএফ পরিচালনার অনলাইন ব্যবস্থা চালু করতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর।

বর্তমানে সরকারি বিভিন্ন দফতরের কর্মীদের পিএফ এই পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়। তবে নতুন ব্যবস্থায় পিএফের টাকা একদিকে যেমন দ্রুত মিলবে, তেমনি পরিচালন ব্যবস্থায়ও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এখন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, স্বশাসিত সংস্থার কর্মীরা পিএফের টাকা জমা ও সুদের বার্ষিক হিসাবপত্র অনেক সময় ঠিকমতো পান না বলে অভিযোগ। এই বিষয়টি আইএফএমএস ব্যবস্থার মধ্যে চলে এলে অর্থবর্ষের শেষে অনলাইনে পোর্টাল থেকে পুরো হিসাবটাই তাঁরা হাতের মুঠোয় পেয়ে যাবেন বলে খবর।

অন্যদিকে, এই কর্মীদের পিএফ পরিচালন ব্যবস্থা ডিরেক্টরেট অব পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্সিওরেন্স করে থাকে। সরকারি গ্রুপ ডি কর্মীদের পিএফ দেখভাল করে এই ডিরেক্টরেট। সরকারি দফতরের গ্রুপ এ, বি এবং সি শ্রেণির কর্মীদের পিএফ দেখভাল করে সিএজি। সরকারি দফতরের গ্রুপ ডি শ্রেণির কর্মীদের পিএফ এখন আইএফএমএস-এর আওতায় রয়েছে। এই ব্যবস্থা এবার এবার শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও কার্যকর হবে।

 

 

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version