Sunday, August 24, 2025

কলেজ চত্বরেই দ.লিত ছাত্রীকে গণধ.র্ষণ! প্রশ্নের মুখে রাজস্থানের গেহলট সরকার  

Date:

ফের দলিত নাবালিকাকে (Dalit Women) গণধর্ষণের (Gangrape) অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি অশোক গেহলটের (Ashoke Gehlot) রাজস্থানে (Rajasthan)। এবার কলেজ চত্বরেই দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ কলেজ পড়ুয়ার (College Student) বিরুদ্ধে। নাবালিকাকে তাঁর প্রেমিকের সামনেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ঘটনার আগে তিন অভিযুক্ত বেধড়ক মারধর করে ওই প্রেমিক যুবককে। তবে ইতিমধ্যে তিন কলেজ পড়ুয়া সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর নাবালিকার উপর এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাজস্থানের যোধপুরের (Jodhpur) একটি কলেজ ক্যাম্পাসের (College Campus) ঘটনা। নাবালিকা এবং তাঁর প্রেমিক শনিবার আজমের থেকে পালিয়ে যোধপুরে এসেছিল। আর সেখানে রাত কাটানোর জন্য একটি গেস্ট হাউসও খুঁজছিল তারা। সেই সময় একটি গেস্ট হাউসের কেয়ারটেকার নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ। এরপর তাঁরা গেস্ট হাউস থেকে বেরিয়ে রাস্তায় এলে তিন অভিযুক্ত সমন্দর সিংহ, ধর্মপাল সিংহ এবং ভাতম সিংহ যুগলের সঙ্গে আলাপ জমায়। তাঁরা দুজনকে কথা দেয় থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে বলে। পরে নাবালিকা এবং তাঁর প্রেমিককে যোধপুরের একটি কলেজের ক্যাম্পাসে নিয়ে যান। সেখানেই ক্যাম্পাসের হকি খেলার মাঠে সমন্দর, ধর্মপাল এবং ভাতম প্রথমে প্রেমিককে মারধর করে। এরপর নাবালিকাকে ধর্ষণ করে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা।

এদিকে সোমবার ভোরে কলেজের মাঠ থেকেই প্রাতভ্রমণকারীরা নাবালিকা ও তাঁর প্রেমিককে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নেমেই ৩ কলেজ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নাবালিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গেস্ট হাউজের কেয়ারটেকারকেও গ্রেফতার করেছে পুলিশ।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version