Saturday, May 3, 2025

কলেজ চত্বরেই দ.লিত ছাত্রীকে গণধ.র্ষণ! প্রশ্নের মুখে রাজস্থানের গেহলট সরকার  

Date:

ফের দলিত নাবালিকাকে (Dalit Women) গণধর্ষণের (Gangrape) অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি অশোক গেহলটের (Ashoke Gehlot) রাজস্থানে (Rajasthan)। এবার কলেজ চত্বরেই দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ কলেজ পড়ুয়ার (College Student) বিরুদ্ধে। নাবালিকাকে তাঁর প্রেমিকের সামনেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ঘটনার আগে তিন অভিযুক্ত বেধড়ক মারধর করে ওই প্রেমিক যুবককে। তবে ইতিমধ্যে তিন কলেজ পড়ুয়া সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর নাবালিকার উপর এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাজস্থানের যোধপুরের (Jodhpur) একটি কলেজ ক্যাম্পাসের (College Campus) ঘটনা। নাবালিকা এবং তাঁর প্রেমিক শনিবার আজমের থেকে পালিয়ে যোধপুরে এসেছিল। আর সেখানে রাত কাটানোর জন্য একটি গেস্ট হাউসও খুঁজছিল তারা। সেই সময় একটি গেস্ট হাউসের কেয়ারটেকার নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ। এরপর তাঁরা গেস্ট হাউস থেকে বেরিয়ে রাস্তায় এলে তিন অভিযুক্ত সমন্দর সিংহ, ধর্মপাল সিংহ এবং ভাতম সিংহ যুগলের সঙ্গে আলাপ জমায়। তাঁরা দুজনকে কথা দেয় থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে বলে। পরে নাবালিকা এবং তাঁর প্রেমিককে যোধপুরের একটি কলেজের ক্যাম্পাসে নিয়ে যান। সেখানেই ক্যাম্পাসের হকি খেলার মাঠে সমন্দর, ধর্মপাল এবং ভাতম প্রথমে প্রেমিককে মারধর করে। এরপর নাবালিকাকে ধর্ষণ করে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা।

এদিকে সোমবার ভোরে কলেজের মাঠ থেকেই প্রাতভ্রমণকারীরা নাবালিকা ও তাঁর প্রেমিককে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নেমেই ৩ কলেজ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নাবালিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গেস্ট হাউজের কেয়ারটেকারকেও গ্রেফতার করেছে পুলিশ।

 

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version