Wednesday, November 12, 2025

শুভমন-যশস্বীকে নিয়ে বিরাট পরিকল্পনা টিম ইন্ডিয়ার, জানালেন দলের ব‍্যাটিং কোচ

Date:

শুভমন গিল, যশস্বী জসওয়াল। ভারতীয় ক্রিকেটে দুই উঠতি সম্পদ। ইতিমধ্যেই ব‍্যাট হাতে নিজের পারফরমেন্সে মুগ্ধ করেছেন শুভমন। ওপর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৭১ রান করে যশস্বী দেখিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। এই দুই ব‍্যাটারের খেলায় মুগ্ধ সকলে। আর দুই ক্রিকেটারকে নিয়ে বিশেষ ভাবনা ভারতীয় দলের। যা জানালেন দলের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি বিশ্বাস করেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালের ভারতীয় দলের হয়ে তিন ফর্ম‍্যাটে দীর্ঘস্থায়ী কেরিয়ারের সম্ভাবনা রয়েছে।

এদিন এই নিয়ে বিক্রম রাঠোর বলেন,” গিলের সব ফর্ম্যাটেই বড় রান করার দক্ষতা রয়েছে। সে টেস্ট ক্রিকেটেও রান করেছেন। তাঁর মধ্যে যে সম্ভাবনা রয়েছে তাতে আমার কোন সন্দেহ নেই যে তিনি ব্যাটিংয়ে ভারতীয় দলের ভবিষ্যৎ ও তিনটি ফর্ম্যাটেই দীর্ঘসময় ভারতীয় দলের হয়ে খেলবেন গিল।

যশস্বী নিয়ে রাঠোর বলেন,” দ্বিতীয় দিনে জয়সওয়াল লাঞ্চের আগে ৯০ বলে প্রায় ২০ রান করেন। আমি মনে করি যে আমার কাছে ওই ইনিংসটি আরও গুরুত্বপূর্ণ ছিল। একজন খেলোয়াড় তাঁর স্বাভাবিক খেলা পরিবর্তন করে কঠিন সময় অতিক্রম করে এবং তারপরে বড় রান করতে পারে। এটি সত্যিই অসাধারণ ছিল। নিঃসন্দেহে তিন ফরম্যাটেই ভারতীয় দলের সঙ্গে দুর্দান্ত ভবিষ্যত রয়েছে জয়সওয়ালেরও। আমি আগে নির্বাচক ছিলাম। তাই যখনই কোনও ক্রিকেটারকে দলে আনা হয়, এটাই ভাবা হয় সে যেন ভারতের হয়ে আগামী ১০ বছর খেলতে পারে। যশস্বীর সেই ক্ষমতা রয়েছে। আগে কখনও যশস্বীর সঙ্গে কাজ করিনি। কিন্তু আইপিএলে নিয়মিত রান করতে দেখেছি ওকে। কতটা বৈচিত্রময় ব্যাটার ও, সেটা চোখের সামনে দেখেছি। কী অসাধারণ সব স্ট্রোক খেলতে পারে। দলের প্রয়োজন অনুযায়ী শট খেলার ক্ষমতা রয়েছে ওর।”

আরও পড়ুন:কলকাতা লিগে জয় পেল ইস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশকে হারাল ২-৪ গোলে


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version