Sunday, November 9, 2025

সব জল্পনার অবসান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বুধবার সন্ধ্যাবেলা ২০২৩ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল। একদিনের ফরম্যাটে আয়োজন হওয়া এই টুর্নামেন্টের আসর পাকিস্তান এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে।

আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান ছাড়াও নেপাল রয়েছে। অন্যদিকে বি গ্রুপে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশকে রাখা হয়েছে। প্রত্যেকটা দলই নিজের নিজের গ্রুপে একটি করে ম্যাচ খেলবে। এরপর প্রতিটা গ্রুপের শীর্ষ দুই দল এই টুর্নামেন্টে শেষ চারে খেলতে যাবে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট তিনটে ম্যাচ আয়োজিত হতে পারে।

আগামী ৩০ অগাস্ট এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। পাকিস্তান এবং নেপালের মধ্যে আয়োজিত এই ম্যাচটি মুলতানে খেলা হবে। আর ১৭ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হবে। টুর্নামেন্টে মোট ৬ দল অংশগ্রহণ করতে চলেছে। ভারত এবং পাকিস্তান ছাড়াও এই টুর্নামেন্ট খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল। গোটা টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচের আয়োজন করা হচ্ছে।

২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্টের চারটে ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হবে। আর বাকি ৯ ম্যাচে আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান বাংলাদেশ এবং আফগনিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচও পাকিস্তানেই আয়োজন করা হবে। এর পাশাপাশি সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচটাও পাকিস্তানেই আয়োজন করা হচ্ছে।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version