Thursday, August 21, 2025

শীঘ্রই ত্রিস্তর পঞ্চায়েত বোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য

Date:

সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোট নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আদালতের রায়ের উপর নির্ভর করবে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ। আবার পঞ্চায়েতের তিন স্তরেই বোর্ড গঠনের ক্ষেত্রে কোনও আইনত বাধা নেই। তাই খুব দ্রুত বোর্ড গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার।

সূত্রের খবর, বিচারাধীন বিষয়টির উল্লেখ রেখেই বিজ্ঞপ্তি জারির চিন্তাভাবনা করছে নবান্ন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা গেজেট নোটিফিকেশন প্রকাশিত হবে। তাতেই নবনির্বাচিত সদস্যদের প্রথম বৈঠক ডেকে বোর্ড গঠন করতে বলে দেওয়া হবে। বিজ্ঞপ্তির খসড়াও তৈরি করে ফেলেছে পঞ্চায়েত দফতর। সবুজ সঙ্কেত এলেই বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে।

২০১৮ সালের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতেই বোর্ড গঠন হয়েছিল ১৬ থেকে ২৯ আগস্টের মধ্যে। কিছু ক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আইনি জটিলতা বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয় থাকায় সেসব পঞ্চায়েতে বোর্ড গঠন হয়েছে আরও দেরিতে। ওই বছর পঞ্চায়েত সমিতিতে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে বোর্ড গঠিত হয়েছে। জেলা পরিষদে তা হয়েছে ১০ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে। সেই হিসেবে গ্রাম পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠনের জন্য ১৬ আগস্টকেই শেষ সময় ধরে এগতে হচ্ছে রাজ্য সরকারকে।

কিছু বিশেষ পরিস্থিতি বাদ দিলে বিজ্ঞপ্তি জারির ২১ দিনের মধ্যেই বোর্ড গঠনের কাজ সেরে ফেলতে হবে। সেই হিসেবে জুলাই মাস শেষ হওয়ার আগে গেজেট বিজ্ঞপ্তি জারি হলে তবেই আগস্টের ১৬ তারিখের মধ্যে পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন করে ফেলা সম্ভব।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version